Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ধর্মঘটের সমর্থনে খড়্গপুরে বাম-কংগ্রেসের বাইক মিছিল

নিজস্ব সংবাদদাতা,, খড়্গপুর:  রবিবার বমফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে আগামী ২৬ শে নভেম্বরের সাধারণ ধর্মঘটের সমর্থনে খড়্গপুর শহরে একটি বাইক মিছিল অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচশতাধিক বাইক সহযোগে মিছিলটি সারা খড়্গপুর শহর পরিক্র…

 


নিজস্ব সংবাদদাতা,, খড়্গপুর:  রবিবার বমফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে আগামী ২৬ শে নভেম্বরের সাধারণ ধর্মঘটের সমর্থনে খড়্গপুর শহরে একটি বাইক মিছিল অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচশতাধিক বাইক সহযোগে মিছিলটি সারা খড়্গপুর শহর পরিক্রমা করে। আই আই টি পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে মিছিলটি তালবাগিচা, ঝাপেটাপুর, বোগদা, কৌশল্যা, ইন্দা, গোলবাজার, খরিদা, নিমপুরা হয়ে সি এম ই গেটে শেষ হয়। লাল ও তেরঙ্গা পতাকায় মিছিলটি সুসজ্জিত ও শৃঙ্খলাবদ্ধ ছিল। মিছিলে নেতৃত্ব দেন বিপ্লব ভট্ট, স্মৃতিকণা দেবনাথ, বিজয় পাল, সবুজ ঘোড়াই, দেবাশীষ ঘোষ, মধুসূদন যার, অমিতাভ দাশ প্রমুখ নেতৃবৃন্দ।