Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি, সাহিত্যিক বিপ্লব গোস্বামীর অনু কবিতার সম্ভার

১|নাইবা হলে
বিপ্লব গোস্বামী
নাইবা হলে জীবন সঙ্গীনা হল সহবাস !তবু কল্পনাতে তোমার আমারনিত‍্য বসবাস।
২|কেউ জানেনা
বিপ্লব গোস্বামী
নীল আকাশের চাঁদ আরনীল সাগরের ঢেউ।জানে শুধু মনের ব‍্যথাআর জানেনা কেউ।
৩|তোমায় ভালোবাসি
বিপ্লব গোস্বামী
তোমায় ভা…

 

 



১|

নাইবা হলে


বিপ্লব গোস্বামী


নাইবা হলে জীবন সঙ্গী

না হল সহবাস !

তবু কল্পনাতে তোমার আমার

নিত‍্য বসবাস।


২|

কেউ জানেনা


বিপ্লব গোস্বামী


নীল আকাশের চাঁদ আর

নীল সাগরের ঢেউ।

জানে শুধু মনের ব‍্যথা

আর জানেনা কেউ।


৩|

তোমায় ভালোবাসি


বিপ্লব গোস্বামী


তোমায় ভালোবাসার অপরাধে

হয় যদিগো ফাঁসি !

মরার আগে বলব তবু

তোমায় ভালোবাসি।


৪|

তুমি আজ আর


বিপ্লব গোস্বামী


তুমি আজ আর নেই আমার

মনের একলা ঘরে !

আছে শুধু হাজার স্মৃতি

অমর হয়ে পড়ে।

 


বিপ্লব গোস্বামী


৫|

রাজনীতি


রাজনীতিএক ভীষণ ব‍্যাধি

লক্ষণ বুঝা শক্ত ।

নেতা হলে সবার দেহে জন্মে

লোভের রক্ত।


৬|

ঈশান বাংলার কৃষাণ


ঈশান বাংলার কৃষাণ আমরা মাঠে ফলাই ধান

কৃষাণ বলেই ভাগ‍্যে জোটে শত অপমান।

সবার মুখে অন্ন দিতে আমরা ঝরাই ঘাম

ভদ্র লোকের সভ‍্য যুগে নেইতো মোদের দাম !


৭|

বিচিত্র সমাজ


পুরুষতান্ত্রিক সমাজ মাঝে বিচিত্র শাসন

রাস্তায় একা লক্ষ্মী পেলে করতে চায় ধর্ষণ !

বিয়ের লক্ষ্মী কালো হলে চায় মোটা পণ

গর্ভে যদি লক্ষ্মী আসে ভ্রুণে করে নিধন !


৮|

আধুনিক নারী


অর্ধ নগ্ন নেটে মগ্ন পর ভাষায় কথন

নাইট ক্লাবে মদ‍্য পাণ পুরুষের মতন।

আধুনিক যুগের আগুয়ান নারীর এইতো চলার কায়দা

সেই সুজুগে নর পিশাচ সব লোটছে তাদের ফায়দা। 

তিনটি অনু কবিতা


৯।

ভালোবাসা কি পাপ


বিপ্লব গোস্বামী


ভালোবাসা কি দীর্ঘশ্বাস 

নাকি হাহুতাশ !

নাকি চির ধরা দিল

স্বপ্নের দ্বারে খিল !


ভালোবাসা কি পাপ 

 নাকি কোন শাপ !

নাকি আশা ভঙ্গের বেদনা 

না পাওয়ার যাতনা !

ভালোবাসার শেষ ফল, 

বুকে ব‍্যাথা চোখে জল!


১০।

পদচিহ্ন


বিপ্লব গোস্বামী


আমার মনের উঠোন জুড়ে

তোমার পদচিহ্ন !

সারাটা হৃদয় জুড়ে ব‍্যাথার ক্ষত চিহ্ন !

গড়তে ছিলাম স্বপ্ন বাসর

হঠাৎ করলে মানা !

এখন আমি ধুলায় ধূসর

ভেঙ্গে স্বপ্ন ডানা।


১১।

তব চুম্বন


বিপ্লব গোস্বামী


সেদিন নীরবে নির্জনে দুজন,

তৃষা-তোরা চিত্তে তাপ দাহ ভীষণ।

অপলক দৃষ্টিতে কর পরশন,

ঘন ঘন তপ্ত শ্বাস অঙ্গ শিহরণ।

*****************

লাজে রাঙ্গা মুখচন্দ্র নত মস্তক,

তপ্ত দীর্ঘ শ্বাস হৃদপিণ্ডে ধকধক।

কাঁপা কাঁপা তব শুঙ্ক অধর,

ধীরে বসিলো ওষ্ঠে কেঁপে থর থর।

নিমীলিত আঁখি তব,স্তব্ধ হলো ক্ষণ

আজো ভুলিনি তব প্রথম চুম্বন।