ব্রেকিং নিউজ-- মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী। তিনি তার পদত্যাগপত্র রাজ্যপালের কাছে পেশ করেন ।রাজ্যপাল সেটি প্রাপ্তি স্বীকার করেছেন। এর আগে গতকাল তিনি হুগলি ব্রিজ কমিশনার থেকে পদত্যাগ করেছেন।রাজনৈতিক মহলে প্রশ্নের পর প্রশ্ন …
ব্রেকিং নিউজ-- মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী। তিনি তার পদত্যাগপত্র রাজ্যপালের কাছে পেশ করেন ।রাজ্যপাল সেটি প্রাপ্তি স্বীকার করেছেন। এর আগে গতকাল তিনি হুগলি ব্রিজ কমিশনার থেকে পদত্যাগ করেছেন।রাজনৈতিক মহলে প্রশ্নের পর প্রশ্ন আলোচনা হচ্ছে এর পরবর্তী পদক্ষেপ কী নিবেন। কি হতে চলেছে, রাজনৈতিক সমীকরণ! পর পর যেভাবে তিনি পদ ত্যাগ করছেন, জেড ক্যাটাগরি নিরাপত্তা নেবেন না বলে জানিয়েছেন তাতে করে এটা রাজ্যের শাসক দলের কাছে এক ইঙ্গিত নির্দেশ করছে। তার মন্ত্রিত্ব পদত্যাগ কিসের ইঙ্গিত ,পরবর্তী একুশে ভোট কোন দিকে যাবে সেই দিকে তাকিয়ে রাজ্যবাসী।
প্রসঙ্গত, তৃনমূলের ব্যানার ছাড়াই তিনি বিভিন্ন সভা করেছেন। তিনি একথাও বলেছেন শুভেন্দু ভয় পায় না। রাজনৈতিক মঞ্চে দেখা হবে। কিছু দিন আগেই এক জনসভায় তিনি বলেছেন, "মুখ্যমন্ত্রী ও তাকে তাড়িয়ে দেয় নি, তিনি ও ছাড়েন নি। "
তবে সেটা যে কথার কথা ছিল, আজ তা বুঝিয়ে দিলেন। তবে এখন ও তিনি বিধায়ক আছেন। তবে সেটা কতক্ষন সেটাই দেখার বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এই মুহূর্তে তিনি হলদিয়া ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ম্যান থেকে পদত্যাগ করলেন । মন্ত্রী ফিরহাদ হাকিম কে জমা দিয়েছেন। এবং সেই পত্র মুখ্যমন্ত্রীর কাছেও পাঠিয়ে দেওয়া হয়।
সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে মুকুল রায় জানান, শুভেন্দুর জনসংযোগ আছে। ওর সিদ্ধান্ত নিজেই নেবেন।