Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতায় স্মৃতির মনিমালা

কবিতা - স্মৃতির মনিমালালেখক - শৈলেন মন্ডলকন্ঠে - কবি , সাহিত্যিক, বাচিকশিল্পী, নাট্যকর্মী "সুনীল বণিক "*****************উত্তর চব্বিশ পরগনা হাবরা নিবাসী। চাকরী সূত্রে অন্ধপ্রদেশের বিশাখাপত্তনম এ বসবাস করি।ভারতীয় রেলওয়ের …

  


কবিতা - স্মৃতির মনিমালা

লেখক - শৈলেন মন্ডল

কন্ঠে - কবি , সাহিত্যিক, বাচিকশিল্পী, নাট্যকর্মী "সুনীল বণিক "

*****************

উত্তর চব্বিশ পরগনা হাবরা নিবাসী। চাকরী সূত্রে অন্ধপ্রদেশের বিশাখাপত্তনম এ বসবাস করি।ভারতীয় রেলওয়ের বিদ্যুত ইন্জিনীয়ার হিসাবে রত ছিলাম। স্বেচ্ছা অবসর নিয়ে সাহিত্য চর্চায় নিয়োজিত হয়ে আছি।।আমি আসলে নাট্যপ্রেমি।

বিগত ২৫ বছর যাবত্ সর্বভারতীয় হিন্দী নাটক নিয়ে পরিভ্রমণ করেছি। পুরস্কার পেয়েছি, সম্মানিত হয়েছি, অভিনেতা হিসেবে, পরিচালক হিসেবে। বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চ সঞ্চালনা করেছি, আবৃত্তি তে সকলের মন জয় করবার কারণে সকলে বাচিক শিল্পী ও বলে। তবে গান জানিনা। 

ছবি আঁকা আমার সখ ছোটবেলা থেকে। এখনও ধরে রেখেছি। এসব আমার জীবনের সাথী। 

কবিতা, অনুকবিতা, অনু গল্প একটু আধটু লিখে থাকি। শ্রুতি নাটক ও কবিতা আবৃত্তি নিয়ে ই বর্তমান সময়ে মেতে আছি।

স্বচ্ছ, সুন্দর সাহিত্য যেখানে, যেখানে সত্সঙ্গ সেখানে ই আমি।