Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রংপুর বিভাগীয় লেখক পরিষদের গাইবান্ধা জেলা কমিটির পুনর্গঠন

-রুদ্র আচার্য , বাংলাদেশ, গাইবান্ধা "রংপুর বিভাগীয় লেখক পরিষদের গাইবান্ধা জেলা কমিটির পূনঃগঠন।
 রংপুর বিভাগীয় লেখক পরিষদের জীর্ণ বিধস্ত কমিটিকে সংস্কার তথা পুনঃ গঠনের নিমিত্তে  গতকাল ০৪/১১/২০ ইং রোজ বুধবার হাফিজুল হেলালী বাবু&#…

 



-রুদ্র আচার্য , বাংলাদেশ, গাইবান্ধা

 

"রংপুর বিভাগীয় লেখক পরিষদের গাইবান্ধা জেলা কমিটির পূনঃগঠন।

 রংপুর বিভাগীয় লেখক পরিষদের জীর্ণ বিধস্ত কমিটিকে সংস্কার তথা পুনঃ গঠনের নিমিত্তে 
গতকাল ০৪/১১/২০ ইং রোজ বুধবার হাফিজুল হেলালী বাবু'র আহ্বানে গাইবান্ধা নাট্য সংস্থার হল রুমে গাইবান্ধা নাট্য সংস্থার সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দীপুর সভাপতিত্বে নাট্যজন সোহেল রানার উপস্থাপনায়
 রংপুর বিভাগীয় লেখক পরিষদের গাইবান্ধা জেলা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় গাইবান্ধা জেলা শাখার সকল সদস্যদের উপস্থিত সম্মতিক্রমে পুর্নাঙ্গ কমিটি পূনঃগঠন সম্পূর্ণ করা হয়।নবগঠিত কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হন গাইবান্ধার প্রবীণ পুরুষ বীর মুক্তিযুদ্ধা রেজাউল হক মিতা, সহ-সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন আইনজীবী 
এ্যাড.কাসেম ইয়াসবীর ও উপাধ্যক্ষ নাসরিন রেখা 
ভালোবাসা ও সাংগঠনিক দক্ষতায় পুরোনো পদে বহাল আছেন সাধারণ সম্পাদক 
হাফিজুল হেলালী বাবু
যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানাসাংগঠনিক সম্পাদক রওশন আরা মুক্তি শিল্প ও সাহিত্য সম্পাদক রুদ্র আচার্য 
মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ইয়াসমিন আক্তার তথ্য ও গবেষণা মামুনুর রশিদ মন্ডল 
দপ্তর সম্পাদক অঞ্জলি রানী দেবী কোষাধ্যক্ষ হিসাবে আবদুল খালেক দায়িত্ব প্রাপ্ত হন।এছাড়াও কার্যকরী সদস্য হিসাবে দেবাশীষ দিপু,সৈয়দা কামরুন্নাহার শিল্পী,শাহনাজ মুন্নি
,মানিক লাল সরকার, মির্জা নুরুন্নবী নূর,আমিনুল ইসলাম,
আক্তার বানু জলি,মোর্শেদ নেওয়াজ,ইয়াছিন প্রধান,মাছুম আব্দুল্লাহ,কাব্য কানন নাজমুল, সোহেল আহমেদ, জান্নাতুল ফেরদৌসী, আল-আমিন মোহ
,হারুনুর রশিদ পিঙ্গল ও রুবেল মিয়া উক্ত কমিটিতে নিযুক্ত হন। কমিটি গঠন শেষে বক্তারা নতুন কমিটি কে অভিনন্দন জানিয়ে বলেন বিগত কমিটি গুলো থেকে নতুন কমিটি টি চমকপ্রদ এবং ভারসাম্যপূর্ণ এখানে একাধিক নতুন মুখ জায়গা পেয়েছে যারা কমিটি কে সতেজ এবং সক্রিয় কমিটিতে পরিনত করতে গুরুত্বপূর্ণ ও ভূমিকা পালন করবে বলে মতবাদ ব্যক্ত করেন।