শুভেন্দু অধিকারীর বিজেপি যাওয়ার জল্পনা জিয়িয়ে রাখলেন তৃনমূল জেলা সভাপতি শিশির অধিকারী।। বুধবার তমলুকে তৃণমূলের মাদার এবং যুব কমিটি নতুন তালিকা প্রকাশ করে এক সাংবাদিক বৈঠক করেন তিনি। শুভেন্দুর বিজেপিতে যোগদানের জল্পনা এবং দিলীপ ঘো…
শুভেন্দু অধিকারীর বিজেপি যাওয়ার জল্পনা জিয়িয়ে রাখলেন তৃনমূল জেলা সভাপতি শিশির অধিকারী।
। বুধবার তমলুকে তৃণমূলের মাদার এবং যুব কমিটি নতুন তালিকা প্রকাশ করে এক সাংবাদিক বৈঠক করেন তিনি। শুভেন্দুর বিজেপিতে যোগদানের জল্পনা এবং দিলীপ ঘোষ ও সৌমিত্র খাঁর শুভেন্দু অধিকারীকে বিজেপিতে আহ্বান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান,"নতুন দোকান খুললে মাল কি আছে পরের কথা,ভাল কি মন্দ। সেই দোকানদার অনেককে ডাকতে পারেন। আমি তো বলছি পরীক্ষা করে মাল নিন। আমরা পরীক্ষা দিয়েছি আমাদের সঙ্গে থাকুন"।
প্রষঙ্গত, কিছু দিন আগে শুভেন্দু অধিকারীর কিছু মন্তব্যের পাল্টা মন্তব্য করেন অখিল গিরি। এই দুই জনের কথা জানতে চাইলে শিশির অধিকারী বলেন, দুজনেই প্রাপ্ত বয়স্ক তাই তারা তাদের ব্যাপারটা বলতে পারবে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননা তিনি। অখিল গিরি প্রসঙ্গে বলেন, "ওর কথা যত কম বলা যায়, তত ভালো"।
শুভেন্দু বাবুর প্রতীক বিহীন সভা প্রসঙ্গে তিনি বলেন, "নিশ্চয়ই প্রতীক আছে, না হলে মন্ত্রী থাকলেন কি করে ?" কার্যত সমস্ত ব্যাপারটা তিনি এড়িয়ে গেলেন।