Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূল কংগ্রেসের কমিটির নূতন তালিকা প্রকাশ করল জেলার সভাপতি

তৃণমূলের মাদার ও যুব তৃণমূল কংগ্রেসের কমিটির নূতন তালিকা প্রকাশ করল জেলার সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী।  বুধবার তমলুকের সাংসদ অফিসে সাংবাদিক বৈঠক করে সেই তালিকা প্রকাশ করেন শিশিরবাবু। এদিন জেলার মাদার কমিটি, ব্লক কমিটি ও যুবর…

 


তৃণমূলের মাদার ও যুব তৃণমূল কংগ্রেসের কমিটির নূতন তালিকা প্রকাশ করল জেলার সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী।

  বুধবার তমলুকের সাংসদ অফিসে সাংবাদিক বৈঠক করে সেই তালিকা প্রকাশ করেন শিশিরবাবু। এদিন জেলার মাদার কমিটি, ব্লক কমিটি ও যুবর মাদার ও ব্লক কমিটির তালিকা প্রকাশ ঘোষিত হয়। শিশিরবাবু ছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলে কো মেন্টর তথা বিধায়ক অর্ধেন্দু মাইতি, কো মেন্টর তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী, স্পোক স্পার্সন তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মধুরিমা মন্ডল, জেলা যুব সভাপতি পার্থ প্রতিম মাইতি সহ অন্যান্যরা। এদিন শিশির অধিকারী বলেন, জেলায় বিরোধীরা কিছুই করতে পারবে না। সবকটি আসনই আমাদে দখলে থাকবে। শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ এড়িয়ে যান শিশির অধিকারী। শুভেন্দু অধিকারীর বিষয় শুভেন্দু অধিকারী নিজেই বলতে পারবেন এমনটাই জানালেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতি শিশির অধিকারী।