জয়দীপ পন্ডা, তমলুক আজ প্রকাশিত হোল তাম্রলিপ্ত শারদ সংখ্যা । প্রতিবারের মতো এবার করোনা আবহে এর মধ্যে প্রকাশ পেল তাম্রলিপ্ত শারদ সংখ্যা 2020। পত্রিকা সম্পাদক জয়দেব মালাকার জানালেন, আমাদের পত্রিকা প্রায় 40বছর অতিক্রান্ত। এবারের সংখ্…
আজ প্রকাশিত হোল তাম্রলিপ্ত শারদ সংখ্যা । প্রতিবারের মতো এবার করোনা আবহে এর মধ্যে প্রকাশ পেল তাম্রলিপ্ত শারদ সংখ্যা 2020।
পত্রিকা সম্পাদক জয়দেব মালাকার জানালেন, আমাদের পত্রিকা প্রায় 40বছর অতিক্রান্ত। এবারের সংখ্যাতে জেলার ১৬ জন প্রাবন্ধিক গবেষকদের উচ্চ মানের লেখা প্রকাশিত হয়েছে।
এদের মধ্যে রয়েছেন আবাহবিদ অশোক কুমার হাজরা, ডঃ সুমন পাল ভিক্ষু, ডঃ পরমেশ আচার্য, ডঃ মধুপ দে, প্রশান্ত মন্ডল, তারাসিস মুখার্জী, বিপ্লবী সুশীল কুমার ধাড়া, রমণী মোহন মাইতি, গবেষক রাজর্ষি মহাপাত্র, তরুণ গবেষক জয়দীপ পণ্ডা, জয়দেব মালাকার, বনানী মালাকার প্রমুখ গুণীজনদের লেখা।
কবিতা লিখেছেন জেলার বিশিষ্ট কবি দেবব্রত দত্ত, কৃতি সুন্দর পাল, কৃষ্ণ প্রসাদ মাজি, প্রদীপ্ত খাটুয়া, সরিৎ কুমার জানা, রামচন্দ্র ধাড়া প্রমুখ।
ইতিহাস গবেষক রাজর্ষি মহাপাত্র বলেন, এই পত্রিকাটি জেলার ইতিহাস ও লোক সংস্কৃতি গবেষকদের কাছে এক আকর গ্রন্থ। বহু মূল্যবান লেখকের লেখাতে সমৃদ্ধ এবার তাম্রলিপ্ত পত্রিকা,।
পত্রিকাটি উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য শিল্পী প্রাবন্ধিক বনানী মালাকার।