নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... ওয়ার্ল্ড স্ট্রেংথ লিফটিং ফেডারেশন আয়োজিত পুরুষ ও মহিলা বিভাগের দ্বাদশ জুনিয়র, সিনিয়র, মাষ্টার্স ওয়ার্ল্ড স্ট্রেংথ লিফটিং ও ইনক্লাইন বেঞ্চপ্রেস প্রতিযোগিতাতে দেশের হয়ে অংশ নিতে থাইল্যান্ডে যাচ্ছ…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... ওয়ার্ল্ড স্ট্রেংথ লিফটিং ফেডারেশন আয়োজিত পুরুষ ও মহিলা বিভাগের দ্বাদশ জুনিয়র, সিনিয়র, মাষ্টার্স ওয়ার্ল্ড স্ট্রেংথ লিফটিং ও ইনক্লাইন বেঞ্চপ্রেস প্রতিযোগিতাতে দেশের হয়ে অংশ নিতে থাইল্যান্ডে যাচ্ছেন অবিভক্ত মেদিনীপুর জেলার গর্ব মেদিনীপুর শহরের পাটনা বাজার এলাকায় বাসিন্দা ভারোত্তোলক অনীশ সাউ।এই প্রতিযোগিতা আগামী ১৬ থেকে ১৯ শে জুলাই ২০২৫ থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার জুনিয়র বিভাগে যোগ দেবেন ২৩ বছরের অনীশ সাউ।২০১৯ সাল থেকে শক্তি সংঘ ব্যায়ামাগারে কোচ পিন্টু সাউ,তরুণ দাস,সাহেব ঘোষের কাছে ভারোত্তোলনের প্রশিক্ষণ নেন অনীশ।অনীশের বাবা পিন্টু সাউ নিজেও একজন ভারোত্তোলক।
মা পারমিতা সাউ একজন গৃহবধূ। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের পদক রয়েছে পিন্টু বাবুর। মূলতঃ বাবার অনুপ্রেরণাতে অনীশের ভারোত্তোলনে হাতেখড়ি।কয়েক বছরের মধ্যেই নিজেকে একজন উচ্চ মানের ভারোত্তোলক হিসেবে নিজেকে তৈরি করেছেন।২০২৩ সালেও জাতীয় স্তরে সফল হবার পর অনীশের রোমানিয়া যাওয়ার সুযোগ এসেছিল কিন্ত আর্থিক কারণে সেবার রোমানিয়া যেতে পারেন নি অনীশ।২০২৪ এর ডিসেম্বরে হরিয়ানাতে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতার সাফল্যের পর অনীশ সাউকে বাছাই করা হয়েছে থাইল্যান্ডে যাওয়ার জন্য। রাজ্য থেকে মোট ১৩ জন পুরুষ ও মহিলা এই প্রতিযোগিতা তে অংশগ্রহণ করবেন। অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন ব্যায়ামাগারে শক্তি সঙ্ঘ ব্যায়ামাগার ১৯২৫ সালে অবিভক্ত মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে সঙ্গত বাজারের প্রতিষ্ঠিত হয়। বিশ্বশ্রী বডিবিল্ডার রমা প্রসাদ মুখার্জী বলেন, শুধু কথায় নয় কাজেও এই ব্যায়ামাগারের বডি বিল্ডিং এবং ওয়েলিফটিং একাধিকবার অবিভক্ত মেদিনীপুর জেলা চ্যাম্পিয়নশিপ এবং টিম চ্যাম্পিয়নশিপ অর্জন করার কৃতিত্ব দেখিয়েছে। তিনি আরো বলেন, এই শক্তিসংঘ ব্যায়ামাগারের ঐতিহাসিক কৃতিত্ব শ্রী সাধন দেব সিনিয়র ন্যাশানাল ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে লাইট ওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন। ঐ রেকর্ড সমগ্র মেদিনীপুরের কোন ব্যায়ামাগার আজও ভাঙ্গতে পারেনি।শক্তি সংঘ ক্লাবের সম্পাদক পিন্টু সাউ বলেন আমরা এই ধরণের আরও সুযোগ তৈরি করতে চাই যাতে তরুণ ক্রীড়াবিদরা খেলাধুলার মাধ্যমে উদ্দেশ্য, শৃঙ্খলা এবং গর্ব খুঁজে পেতে পারে। ওয়ার্ল্ড স্ট্রেংথ লিফটিং জয়ের বিষয়ে আশাবাদী শক্তি সংঘের কর্মকর্তারা। অনীশ সাউ নিজেও দৃঢ় প্রতিজ্ঞ পদক জয়ের বিষয়ে। প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে নিজের যোগ্যতা প্রমাণে মরিয়া অনীশ সাউ প্রতিদিন কঠোর পরিশ্রম করে চলেছেন নিজের সেরা পারফর্মেন্স দেওয়ার জন্য। তিনি সকলের আশীর্বাদ চেয়েছেন। উল্লেখ্য ভারোত্তোলনের পাশাপাশি সাঁতারেও দক্ষ অনীশ সাউ। মেদিনীপুর সুইমিং ক্লাবের সদস্য হিসেবে সাঁতারের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন অনীশ।