Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপির কাননে পদ্ম ফুটলো।

তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।কাননে পদ্ম ফুটলো।ঘাস ফুল নয়।সৌজন্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।শোভনের কথা এলে বন্ধু বৈশাখী তো আসেই। এতদিন চুপচাপ থাকার মধ্যে অনেকের ধারনা হয়েছিল শোভন বৈশাখী বোধহয় আবার ঘাস ফুলেই ফিরছে। দিদির স্নেহের কান…


 তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।

কাননে পদ্ম ফুটলো।ঘাস ফুল নয়।সৌজন্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শোভনের কথা এলে বন্ধু বৈশাখী তো আসেই। এতদিন চুপচাপ থাকার মধ্যে অনেকের ধারনা হয়েছিল শোভন বৈশাখী বোধহয় আবার ঘাস ফুলেই ফিরছে। দিদির স্নেহের কানন বেশিদিন দিদির দল ছেড়ে থাকতে পারবেন না। ফলে চুপচাপ ঘরেই ছিলেন।

গতকাল বাঁকুড়া থেকে ফেরার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোভন ও বৈশাখী কে ডেকে নেন। আর সেই কাজটি করেন কৈলাস বিজয় বর্গী ও অরবিন্দ মেনন।অমিত শাহ ও চান না কেউ দল ছেড়ে বেরিয়ে যাক।

আলোচনা চললো অনেক ক্ষন।জানা গেছে বরফ ও নাকি গলেছে। শোভন ও বৈশাখী পদ্ম শিবিরেই থাকছেন। অমিত শাহ তাদের নেতা বলেই মেনে নেন।এছাড়া কলকাতা করপোরেশনের নির্বাচন বিজেপির শোভন কে যে দরকার ।

সেই মতো আলোচনা হয়েছে। দু এক দিনের মধ্যেই মাঠে নামছেন শোভন। বলা বাহুল্য বৈশাখী ও সঙ্গে থাকছেন।