Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অমিত শাহের সাংবাদিক সন্মেলন কলকাতায়

তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।আজ কর্মসূচী শেষে সাংবাদিক বৈঠক করেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।আর সেখানে সাংবাদিক দের প্রশ্ন ছিল বিজেপির মুখ কে হবেন এবারের নির্বাচন ।সৌরভ গাঙ্গুলি না শুভেন্দু অধিকারী ।কাকে বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে…

 



তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা

আজ কর্মসূচী শেষে সাংবাদিক বৈঠক করেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।আর সেখানে সাংবাদিক দের প্রশ্ন ছিল বিজেপির মুখ কে হবেন এবারের নির্বাচন ।

সৌরভ গাঙ্গুলি না শুভেন্দু অধিকারী ।কাকে বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করবেন।যদিও সৌরভ রাজনীতি তে আসবেন কিনা তা নিয়ে ধন্দ তো আছেই।আর শুভেন্দু তৃনমূল ছেড়ে বিজেপি তে আসছেন এমন কোন পাকা খবর নেই।তবুও অমিত শাহকে এই দুটি নাম দিয়ে ই প্রশ্ন ছুঁড়ে দিলেন সাংবাদিকরা।

অমিত শাহ অবশ্য রাজনিতীর ময়দানের আরো বড় খেলোয়াড়ের যোগ্যতা রাখেন।হাঁসতে হাঁসতে বললেন, দুটি নাম বলছেন কেন।লিস্ট তো আরো লম্বা ।অনেক নাম তো আছে।রোজই ফোনে কথা হচ্ছে ।অপেক্ষা করুন।

সাংবাদিক সন্মেলনে ডানদিকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আর বাঁদিকে কৈলাস বিজয় বর্গী ।মাঝে বসে পাকা ব্যাটসম্যান অমিত শাহ ছক্কা হাঁকিয়ে গেলেন।একটা বল ও ছাড়লেন না।

এদিকে এই খবরের পর তৃনমূলের রাজ্য সভার সাংসদ সুখেন্দু শেখর রায় তৃনমূল ভবনে সাংবাদিক সন্মেলন করে বললেন আগে তো ক্ষমতায় আসুক।বিজেপির ক্ষমতা দখল তো দিবাস্বপ্ন।

অমিত শাহ বঙ্গে এসে খেলা জমিয়ে দিলেন।