Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপেক্ষার অবসান, শুরু হবে রেল পরিষেবা

সাড়ে সাত মাস দীর্ঘ প্রতীক্ষার পর হাওড়া- হলদিয়া, হাওড়া-দীঘা রেলপথে শুরু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা।দীর্ঘ প্রতীক্ষার পর লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে আগামীকাল থেকে। করোনা ভাইরাসের প্রভাবে প্রায় সাড়ে সাত মাস লোকাল ট্রেন প…

 


সাড়ে সাত মাস দীর্ঘ প্রতীক্ষার পর হাওড়া- হলদিয়া, হাওড়া-দীঘা রেলপথে শুরু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা।

দীর্ঘ প্রতীক্ষার পর লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে আগামীকাল থেকে। করোনা ভাইরাসের প্রভাবে প্রায় সাড়ে সাত মাস লোকাল ট্রেন পরিষেবা বন্ধ ছিল। রেল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের উদ্যোগে অবশেষে লোকাল ট্রেন পরিষেবা চালু হতে চলেছে।এতদিন বাদে রেল পরিষেবা চালু হয় স্বাভাবিকভাবেই যাত্রী চাপ থাকবে মনে করছেন রেল কর্তৃপক্ষ। যাত্রী সুরক্ষা কে মাথায় রেখে রেল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন। পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ দুটি রেলপথ রয়েছে। একদিকে হলদিয়া শিল্পাঞ্চল কেন্দ্র অন্যদিকে পর্যটন কেন্দ্র দীঘা। হাওড়া- দিঘা, হাওড়া -হলদিয়া, পাঁশকুড়া- দীঘা, দীঘা- মেছেদা, সহ 4 জোড়া লোকাল ট্রেন যাতায়াত করবে। পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরের আধিকারিক এবং তমলুক রেল কর্তৃপক্ষ, আরপিএফ যৌথভাবে তমলুক রেল স্টেশন পরিদর্শন করেন। পাশাপাশি যাত্রীরা মুখে মাক্স পড়ে অবশ্যই আসতে হবে এমনই বার্তা লেখা রয়েছে তমলুক স্টেশনে "নো মার্কস নো এন্ট্রি"। যাত্রীরা যখন লোকাল ট্রেনে উঠবে সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেনে উঠতে হবে। ট্রেনের মধ্যে অযথা বেশি কথা বলা যাবে না এমনটাই আবেদন করেছেন তমলুক রেলস্টেশনের পুলিশ আধিকারিক তপন কুমার রায়।