Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

হৈমন্তী******মীনা মুখার্জী*************শিরশিরে মৃদু বায়ে ফুলকলি ঘুমে ঢোলে।ঝিরঝিরে ঝরা হিমে তৃণদল ভিজে দোলে।ঝরঝর নিশিদিন তরুতলে ঝরে পাতা, ঝলমলে সোনারোদে ধরাতল খুশি স্নাতা।
ধানখেতে সবুজেতে জাফরানি রঙ ভাসে,শীষগুলি ভারে নুয়ে বসুমাতা…

 


হৈমন্তী

******

মীনা মুখার্জী

*************

শিরশিরে মৃদু বায়ে ফুলকলি ঘুমে ঢোলে।

ঝিরঝিরে ঝরা হিমে তৃণদল ভিজে দোলে।

ঝরঝর নিশিদিন তরুতলে ঝরে পাতা, 

ঝলমলে সোনারোদে ধরাতল খুশি স্নাতা।


ধানখেতে সবুজেতে জাফরানি রঙ ভাসে,

শীষগুলি ভারে নুয়ে বসুমাতা কোলে হাসে।

চাষী যায় দল বেঁধে কাটে ধান ভারে ভারে,

বউ-ঝিরা খুশি বড় নবান্ন ঘরে ঘরে।


হাঁড়িভরা খেঁজুরের রস গাছে ঝোলে ঠিক,

ভোর রাতে জ্বাল দেয়, সুবাসিত চৌদিক।

ঘরে ঘরে শিশু বুড়ো কাশিজ্বরে কুপোকাত

আলোয়ান কম্বল গায়ে দিয়ে বাজিমাত।


সব্জির বাজারের রূপ কত বাহারের,

ঘরে রোজ পিকনিক পরিপাটি আহারের।

হেমন্ত এসে গেছে শীত আসি আসি করে,

ভোরে-রাতে বার হয়ো গরমের জামা পরে।


*****************************************