Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা।বিভাগ - গদ্য কবিতা।শিরোনাম - হিমেল পরশ ।কবি - অরিজিতা ঘোষ।তারিখ - ২০.১১.২০২০.
হিমেল হাওয়া - ঠাণ্ডা বাতাসের স্পর্শ।যার আগমনে আজও মনে পড়ে তোমাকে প্রথম দেখার দৃশ্য।।ছিলাম নিজের রাজ্যেই মগ্ন,ছিল না কারুর প্র…


 দৈনিক কবিতা প্রতিযোগিতা।

বিভাগ - গদ্য কবিতা।

শিরোনাম - হিমেল পরশ ।

কবি - অরিজিতা ঘোষ।

তারিখ - ২০.১১.২০২০.


হিমেল হাওয়া - ঠাণ্ডা বাতাসের স্পর্শ।

যার আগমনে আজও মনে পড়ে তোমাকে প্রথম দেখার দৃশ্য।।

ছিলাম নিজের রাজ্যেই মগ্ন,ছিল না কারুর প্রবেশের অধিকার।

কিন্তু তোমার আগমনে সেই রাজ্যেই বয়ে গেল হিমের ঠাণ্ডা বাতাস।

যেন কেউ নিয়ে এল এক মুঠো ফুলের ঘ্রাণ।।

আচমকা দমকা হাওয়ায় সব গেলো বদলে,জীবন বয়ে চললো অন্য ছন্দে।

নিজেকে লুকোনোর বৃথা চেষ্টায় ক্রমশ ঢলে পরলাম তোমারই কোলে।

ছিল হাজারো বাঁধন,ছিল প্রকৃতির সব চেয়ে বড় পার্থক্য।

কিন্তু সব বাঁধন ভেঙ্গে শুধুই চেয়েছিলাম তোমায় ভালবাসতে।

চেয়েছি হিমেল পরশে তোমার আলিঙ্গনে নিজেকে তপ্ত করতে।।

কিন্তু সবই গেলো পাল্টে,আর এক দমকা হিমেল হাওয়ায় ছিন্ন ভিন্ন হলো জীবন।

রয়ে গেল আমার ভাঙ্গা মনের টুকরো টুকরো খন্ড।।

জানতাম হবে না কোনো পরিণতি,তবু পাগল ছিলাম তোমারই নামে।

চাই নি কোন নাম,শুধুই চেয়েছিলম পাশে থাকার বন্ধুত্ব।

চেয়েছিলাম তোমার স্পর্শের হিমেল ছোঁয়া।।

সবই হলো শেষ,বাঁচাতে গিয়ে সবই গেল ভেঙ্গে,কিছুই রইলো না আর বাকি।

পরে রইলাম শুধু আমি।

আর রইল হিমেল পরশে তোমার রেখে যাওয়া স্পর্শের স্মৃতি।

যা শুধুই আমার ভালোবাসা।। 

------------------*---------------