হৈমন্তীমৌসুমী মুখার্জী
হিমেল হাওয়া জানান দিলো আসছে শীত রুক্ষ ধুলো শিশির পরে ঘাসের আগায় শিরশিরানি বাতাস জাগায়।হালকা কেমন বাতাস শীতল শিউলি ঝরার সুবাস পাগল বৌকথাকও পাখির ডাকে সকাল জাগে শিমুল শাখেহেমন্তের পাকা ধানের শ…
হৈমন্তী
মৌসুমী মুখার্জী
হিমেল হাওয়া জানান দিলো
আসছে শীত রুক্ষ ধুলো
শিশির পরে ঘাসের আগায় শিরশিরানি বাতাস জাগায়।
হালকা কেমন বাতাস শীতল
শিউলি ঝরার সুবাস পাগল
বৌকথাকও পাখির ডাকে
সকাল জাগে শিমুল শাখে
হেমন্তের পাকা ধানের শিষে
দোল খেয়ে যায় ফড়িং এসে।
কদিন পরে শিউলিরা সব
খেজুর গাছের ঠুলির উৎসব।
ঝপ করে ওই রবি অস্ত যায়
রাতুল গোধূলি সন্ধ্যা নামায়।
দিনের যত কলকলাহল
সন্ধ্যা নামায় চুপ হয়ে যায়।
পাখিরাও সব যে যার বাসায়
কিচির মিচির সব থেমে যায়।
ওস পড়ছে ঘাসের ডগায়
হিমেল সাঁঝে শবনমি ময়।
আকাশ এখন তারায় ভরা
খুনসুটি মেঘ দেয় না ধরা।
নীল নীলিমায় সপ্তমীর চাঁদ
আকাশ গঙ্গায় ভেলার যে ছাঁদ।
কৃষ্ণপক্ষ অমানিশায়
সাঙ্গ হবে শ্যামা পুজায়।
শ্যামা মায়ের সময় হলো,
দীপান্বিতায় জ্বালিও আলো।
অন্ধকার সব ঘুচবে তখন
বিশ্ব জুড়ে শান্তি স্বস্তয়ন।