এবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সিপিআইএমের দলের বিধায়িকা তাপসী মন্ডল দল ছাড়তে চলেছেনদলের উপর ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়ার ইঙ্গিত হলদিয়ার সিপিএমের বিধায়িকা তাপসী মন্ডলের। পাশাপাশি বিজেপিতে যোগদান নিয়ে প্রসঙ্গে তিনি বলেন সময় বললে। ব…
এবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সিপিআইএমের দলের বিধায়িকা তাপসী মন্ডল দল ছাড়তে চলেছেন
দলের উপর ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়ার ইঙ্গিত হলদিয়ার সিপিএমের বিধায়িকা তাপসী মন্ডলের। পাশাপাশি বিজেপিতে যোগদান নিয়ে প্রসঙ্গে তিনি বলেন সময় বললে। বিধায়ক হওয়ার পর থেকে দলের জেলা নেতৃত্বের অঙুলি হেলনে কাজ করতে হয়েছে। মানুষের হয়ে কাজ করতে চাই যে দলে থেকে মানুষের কাজ করা যায়না সেই দলে থাকা সম্ভব নয়। প্রসঙ্গত কিছু দিন আগে তাপসী মন্ডলের স্বামী অর্জুন মন্ডল বিজেপিতে যোগ দিয়েছে। বিধায়িকার বক্তব্য একই বাড়িতে ভিন্ন রাজনীতি না থাকাই ভালো। এই বক্তব্যের ইঙ্গিত আগামী দিনে তাঁর বিজেপিতে যাওয়া অনেকটাই পরিষ্কার।