নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি,১৮ ডিসেম্বর : পাহাড়ের এগারোটি জনজাতিকে শিডিউল ট্রাইব স্বীকৃতি প্রদানের ব্যাপারে পাহাড়ের কিছু রাজনৈতিক নেতা দিল্লিতে গিয়ে তদ্বির করতে শুরু করেছেন। আর বিজেপি'ও এ ব্যাপারে সক্রিয়তা দেখাচ্ছে। পুরোটাই…
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি,১৮ ডিসেম্বর : পাহাড়ের এগারোটি জনজাতিকে শিডিউল ট্রাইব স্বীকৃতি প্রদানের ব্যাপারে পাহাড়ের কিছু রাজনৈতিক নেতা দিল্লিতে গিয়ে তদ্বির করতে শুরু করেছেন। আর বিজেপি'ও এ ব্যাপারে সক্রিয়তা দেখাচ্ছে। পুরোটাই ভোটের রাজনীতি এবং পাহাড়ের মানুষকে বোকা বানানোর চেষ্টা ছাড়া কিছুই নয় বলে মরে করেন পাহাড়ের তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সংসদ শান্তা ছেত্রী।
শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এগারোটি জনজাতিকে শিডিউল ট্রাইব স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে বিজেপির কোনদিনই উৎসাহ দেখায় নি। এখন ভোট এসে যাওয়ায় পাহাড়ের মানুষকে বোকা বানাতে বিজেপি উদ্যোগ গ্রহণের নাটক করছে।
এই অভিযোগের সঙ্গেই শান্তাদেবী জানান, ২০১৭ সালে তিনি রাজ্যসভার সদস্য হওয়ার পর রাজ্যসভায় এ ব্যাপারে প্রশ্ন এবং প্রস্তাব রেখেছিলেন। তারও আগে ২০১৪ এবং ২০১৬ সালে মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদন সহ প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু এতদিন এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার কোনও উদ্যোগ নেয়নি। এখন ভোট এসেছে সেজন্য পাহাড়ের কিছু রাজনৈতিক দলের নেতা বিজেপি-র সঙ্গো হাত মিলিয়ে দিল্লিতে ভিড় করছেন এই এগারটি জনজাতির শিডিউল টাইপ স্বীকৃতি আদায়ের ব্যাপারে। এরা মার্কেটিং এজেন্ট আর বিজেপি ভোটের জন্য পাহাড়ের মানুষকে বোকা বানিয়ে নাটক করছে।
এর পাশাপাশি এদিন শান্তা ছেত্রী বিজেপির বিরুদ্ধে রাজ্যের সঙ্গে বঞ্চনার অভিযোগেও সরব হন। তিনি বলেন, বিজেপি-র সাংসদ থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা সকলেই অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও কাজ করেননি। কিন্তু তকর আগে বলতে হবে বিজেপি এ রাজ্যের জন্য কি কাজ করেছে। এ প্রসঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপির এরাজ্যের ১৮জন সাংসদের উদ্দেশ্যে। তিনি বলেন, বিজেপি-র ১৮ জন সাংসদ এরাজ্যে রয়েছেন তারা প্রকাশ্যে আনুন তারা নিজের নিজের এলাকার উন্নয়নের জন্য কি কাজ করেছেন। বিজেপি-র সাংসদরা নিজের এলাকার উন্নয়নের জন্যই কোনও কাজ করেননি। আর বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এ রাজ্যের উন্নয়নের জন্য সবসময় তৃণমূল সরকারের সঙ্গে বঞ্চনা করে যাচ্ছে। তার মধ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন তা মানুষ মনে রেখেছেন কাজেই রাজ্যের মানুষকে মনে বিজেপি বোকা ভাবলে ভুল করবে।
এর পাশাপাশি বিজেপি-র তৃণমূলে ভাঙন ধনরানোর প্রসঙ্গে এদিন শান্তা দেবী বলেন, যারা বিজেপিতে যাচ্ছে তারা বিজেপিকে ভালোবেসে যাচ্ছে না। আর বিজেপি যাদের নিচ্ছে তাদের কেউ কোনও পদ বা মন্ত্রিত্ব কোনদিনই পাবেনা। অতীতেও এমনটাই হয়েছে। কেননা এদের সবসময় ঘরের শত্রু বিভীষণ হিসেবেই দেখে থাকে এবং ভবিষ্যতেও দেখবে।