Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাশিরোনামঃবেঁচে নাও আরো একবারকলমেঃ পাপিয়া সাধুখাঁ২৩/১২/২০২০
কখনো কি মেঘ জমেনি ও বুকে?বারিষ হয়ে মন চায়নি ঝরতে?বুকের মাঝে ব্যথার পাহাড়টাকেইচ্ছে হয়নি কি ভেঙে ফেলতে?
নাকি বেশ আছো এই?একলা দিন যাপনের ইতিহাস লেখো…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

শিরোনামঃবেঁচে নাও আরো একবার

কলমেঃ পাপিয়া সাধুখাঁ

২৩/১২/২০২০


কখনো কি মেঘ জমেনি ও বুকে?

বারিষ হয়ে মন চায়নি ঝরতে?

বুকের মাঝে ব্যথার পাহাড়টাকে

ইচ্ছে হয়নি কি ভেঙে ফেলতে?


নাকি বেশ আছো এই?

একলা দিন যাপনের ইতিহাস লেখো..

আর কতো মাখবে গাঢ় গাঢ় অন্ধকার?

কেনো নিজেকে আড়ালেই সরিয়ে রাখো?


এই নীল নীলিমার নীচে,

সবুজের আস্তরনের খোলা পৃথিবীতে...

কি অপার সুখ যে আছে ছড়ানো,

চাইলে পারো তা একটু মাখতে।


কখনো দুরন্ত হয়ে অথবা পাগলপারা,

বাঁধনের গিঁট খুলে দাও ছুট,

যা কিছু মায়া মায়া খেলা...

সব ভুলে প্রকৃতির বন্ধনে হও অটুট।


জমে থাকা মেঘে কতশত বারিকণা

মৃত্যুর আলাপন সারে!

কেনো তুমি তাদের বদ্ধ মিছিলে,

ধীরে ধীরে যাবে মরে?


এই নীলাম্বরী, এই স্রোতস্বিনী তটিনী

এই মহীরুহ সমাবেশের দেশ

পরাগে পরাগে মিলনের রঙে....

এখানে তো আছে খুশি বেশ!


বেঁচে নাও আরো একবার

মানব জনম কি আসে শতবার?

এ ধরিত্রীর মাঝে অনন্ত সুন্দরে

বাঁচো-বাঁচো-বাঁচো, বাঁচো আরো একবার!


জমে থাকা মেঘের, 

বিষাক্ত বুক চাপা কান্নার বাঁধ...

ভেঙে ফেলো আজ পবিত্র ভূমির বুকে।

জাগুক আবারো বাঁচার সাধ।