Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা/২৩-১২-২০২০|শিরোনাম ঃ বোবাভাষা ৷কলমে ঃ গোপেশ রায় ৷
তুমি কি চেন সেই যুবককেযে নিঃশব্দ প্রতীক্ষায় আছে যুবতী তোমার 'একটুকু ছোঁয়া' মগ্নতায় নিজেকে ডুবিয়ে রাখে বেকার জীবন !
নিবিড় অনুশাসন ষন্ত্রণা বুকে তোলে ঝড়তুমি জানোনা বোঝনা…

 


কবিতা/২৩-১২-২০২০|

শিরোনাম ঃ বোবাভাষা ৷

কলমে ঃ গোপেশ রায় ৷


তুমি কি চেন সেই যুবককে

যে নিঃশব্দ প্রতীক্ষায় আছে যুবতী তোমার 

'একটুকু ছোঁয়া' মগ্নতায় নিজেকে ডুবিয়ে রাখে 

বেকার জীবন !


নিবিড় অনুশাসন ষন্ত্রণা বুকে তোলে ঝড়

তুমি জানোনা 

বোঝনা তার নাবলা ভাষা, চেননা নদী স্রোত

কোন ঝড়ের পূর্বাভাষ —!


ভাঙনের তীরে বসে আছো , তবুতো

দেখেও দেখোনি ভাঙনের নীরব আবেদন

নদীতে নেমেছো কতো, ডুবেছ নদীতেই বারংবার

অনুভবে রাখোনি কোনদিন বিষণ্ণনামা !


বিহ্বল নদীবুক আকণ্ঠ ভেতর ব্যথা

জন্মান্ধ যুবতী তুমি ছুঁয়ে যেতে পারোনি 

গোপনকথা —,

কাছে এসেও চলে গেছে নাবলা কথা

ধরাতো দাওনি কখনো চঞ্চল কুহু-কেকা ....


©গোপেশ রায় ৷ মেদিনীপুর ৷প.ব ৷ভারতবর্ষ ৷

২৩-১২-২০২০|