Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#কঙ্কাল গাছটাকলমে অঞ্জনা চক্রবর্তী3/12/2020
যে গাছটা চারা থেকে বড়ো হলো---মাথা উঁচিয়ে ডাগর  সবুজ পাতায় ছিল একদিন আবদ্ধএক একটি ভাঁজে গুচ্ছ হয়ে যৌবন|শীত এলো বলে শরীরে আজ শীতলতা |আজ যেন জীর্ণ ---জরা ব্যাধি তে …

 


#কঙ্কাল গাছটা

কলমে অঞ্জনা চক্রবর্তী

3/12/2020


যে গাছটা চারা থেকে বড়ো হলো---

মাথা উঁচিয়ে ডাগর  

সবুজ পাতায় ছিল একদিন আবদ্ধ

এক একটি ভাঁজে গুচ্ছ হয়ে যৌবন|

শীত এলো বলে শরীরে আজ শীতলতা |

আজ যেন জীর্ণ ---জরা ব্যাধি তে আক্রান্ত|

অসহায় খানিকটা |


শীত এসেছে যে...

 এসেছে হিমেল উত্তরের হাওয়া সঙ্গ করে |

শিরশিড়িয়ে কম্পন , মাথা যায় আজ নুইয়ে

ফেটে যায় তার ওষ্ঠ , চামড়া যায় কুঁচকে 

যায় হারিয়ে প্রভাব-দম্ভ, শীতের শিশির সিক্ত 

কুয়াশা কোমায় আচ্ছন্ন...

নিঝুম রাতে গা বেয়ে গড়িয়ে পড়ে

টুপ্ টুপ্ নোনা জল....


এক এক করে পাতা পড়ে যায় গাছটার ডালপালা হতে..

সবুজ পাতা হলদেটে... পান্ডু রোগে আক্রান্ত|

হতাশা হার মেনে নেওয়া কঙ্কাল গাছ

আজ একলা , বড়ো একা ..

একাই দাঁড়িয়ে 

আত্মা কে আপন করে বস্ত্র দেয় ফেলে |