Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#বিভাগ -কবিতা শিরোনাম--'মৃত্যু হয় জন্মের আগেই 'কলমে-সূর্যকন্যা তপতী (তপতী দাস)তারিখ-০৩/১২/২০২০9:09 AM""""""""""""""""""""…

 


#বিভাগ -কবিতা 

শিরোনাম--'মৃত্যু হয় জন্মের আগেই '

কলমে-সূর্যকন্যা তপতী (তপতী দাস)

তারিখ-০৩/১২/২০২০

9:09 AM

""""""""""""""""""""""""""""""""""""

রুলটানা ডায়েরির পাতাতে

খস্ খস্ কাল দাগ আঁচড় কাটে 

অক্ষরে অক্ষরে নানা মাত্রা 

মনের মধ্যে একাকী লুকিয়ে কাঁদে

না বলতে পারা বিমূর্ত কবিতা 

একুশ শতক চলছে এগিয়ে 

নিঃশব্দের শব্দ মিছিলে পা ফেলে ফেলে 

বিমূর্ত কাব্য রচনা হয় জন্মের আগেই 

অমৃতের কন্যা ভ্রূণ আছে প্রতীক্ষায় 

থরথর করে কাঁপছে কন্যা মাতৃ জঠরে 

নূতন বিবর্তনের পথে কাঁদে মন একাকী 

আঁধারের বোরখা তলে মুখ ঢাকি--

অন্ধকার গলিতে গোলকধাঁধার পথে 

বাঁকে বাঁকে ভাঙনের শব্দ শুনি চলতে চলতে 

বিমূর্ত বিষন্নতা একাকী কাঁদে 

সহস্র বছরের কষ্ট কথা 

ভেসে বেড়ায় পৃথিবীর বৃত্তিয় পরিধি ঘিরে 

সৃষ্টির আদিমতা উষ্ণ বাতাসে 

প্রাণ পণে চেঁচিয়ে, বলি ডেকে সবে 

ও গো কন্যা--

জন্ম লগ্নে সৃষ্টি করতে নূতন জীবন 

তোমার ও যে আছে প্রয়োজন --!!

ততক্ষণে ঘটে যায় কন্যার বিসর্জন 

 উল্লাসে ফেটে পড়ে কন্যার তথাকথিত আপনজন

কীট নাশকের মতো হিংসার স্প্রে ছড়িয়ে 

হিংস্র কুটিল হাসি বারতা ছড়িয়ে দিল দিকে দিকে

মাতৃ জঠরে কন্যা ভ্রূণ  দিয়েছে মেরে

' বেটি বাঁচাও' শ্লোগান মুখ ঢাকে লজ্জাতে

মা কেঁদে কয় মনে মনে 

আঁচল চেপে চোখের পরে 

ও মেয়ে তুই শোন ,কাঁদিস কেন এমন করে 

মরে গিয়ে  গেলি যে তুই বেঁচে--!!

কৃষ্ণ চূড়ার মাথায় --

 থোকায় থোকায় জ্বলছে আগুন 

 'মরণ রে , তু হুঁ মম শ্যাম সম'

বলবে না কখনও কন্যা কবির মতো

লেখনী থমকে দাঁড়ায় ডায়েরির পাতায় 

বিন্দু বিন্দু জল ভার মেঘ ছলকায় 

ভারী কাঁচ চশমায়--!!

জন্মের আগেই কন্যাকে মেরে ফেলা হয়।

"""""""""""""""""""""""""""""""""""""""""""""

সূর্যকন্যা তপতী