Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#কবিঅমল ভট্টাচার্য্য-------------------------
সৃষ্টির নেশায় কাল কাটে কবির,কখনও চঞ্চল, কখনও সে স্থবির।ললাটে কুঞ্চিত রেখা, চিন্তামগ্ন মুখ,সৃষ্টির মাধুরীতে মনে আসে সুখ।কাগজের হেলাফেলা, কালির কাটাকাটি,কবিতার সৃষ্টিতে চলে যেন খুনসুটি ।

 


#কবি

অমল ভট্টাচার্য্য

-------------------------


সৃষ্টির নেশায় কাল কাটে কবির,

কখনও চঞ্চল, কখনও সে স্থবির।

ললাটে কুঞ্চিত রেখা, চিন্তামগ্ন মুখ,

সৃষ্টির মাধুরীতে মনে আসে সুখ।

কাগজের হেলাফেলা, কালির কাটাকাটি,

কবিতার সৃষ্টিতে চলে যেন খুনসুটি ।


কবিতা, কবির কলমে তুমি কি ধর্ষিতা ?

লোকে বলে, কবিরা নাকি চরিত্রহীন, আপনভোলা।

আপনভোলাই যদি হবে, চরিত্রহীন কিভাবে তবে ?

মানছি, নতুন নতুন সৃষ্টির খেয়ালে তুমি পাও কষ্ট,

সন্তান জন্ম দিতে মাও যে পায় কষ্ট যথেষ্ট।

কবির কলমের দাগে তুমি হয়ে ওঠো কবিতা,

সমুদ্র, পাহাড়, বনে, নীলাকাশে তুমি যথাতথা।


আসলেই কবি মানে আপনভোলা,

কাউকেই করেনা হেলাফেলা।

কবি মানেই তাতে বাজে জীবনের সুর,

যে সুর পৌঁছে যায় দূর থেকে দূর।

কবি মানেই সৃষ্টির নেশায় মাতাল,

বৃদ্ধত্বেও নতুন সৃষ্টিতে হয়না বেতাল ।

কবি মানেই একদলা নরম মাটি,

যার প্রেম সদাই সত্য খাঁটি।


পারলামনা হতে এ জীবনে  কবি,

অপূর্ণ আশা সহ একদিন হয়ে যাবো ছবি।

-----------------------------------------------------------