Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম =ভালোবাসার বটবৃক্ষরচনা= তুহিনা চক্রবর্তী তারিখ=২০\১২\২০২০
যখন নেশা লাগে দুচোখে,দারুণ অসুখ দেখা দেয় মনের মাঝে।
মনকেমনের আঁধার ঘনিয়ে আসে,শূন্য দুচোখ নোনাজল মাখে।
বর্তমানের মলাটে লেগে থাকে টুকরো কিছু স্মৃতির পচন।
নিঃশ্বাসে মিশে …

 


শিরোনাম =ভালোবাসার বটবৃক্ষ

রচনা= তুহিনা চক্রবর্তী 

তারিখ=২০\১২\২০২০


যখন নেশা লাগে দুচোখে,দারুণ অসুখ দেখা দেয় মনের মাঝে।


মনকেমনের আঁধার ঘনিয়ে আসে,

শূন্য দুচোখ নোনাজল মাখে।


বর্তমানের মলাটে লেগে থাকে টুকরো কিছু স্মৃতির পচন।


নিঃশ্বাসে মিশে যায় ঠুনকো সম্পর্কের বিভাজন।


স্মার্ট ফোনের গ্যালারিতে তখন স্মৃতিদের বড্ড কোলাহল,

হৃদয় তবু অবিচল।


আরশির আড়ালে লুকানো থাকে নিরাকার আসক্তি।


বোবা কান্নারা হাসির মুখোশে অবিরাম খোঁজে মুক্তি।


পাড়ার অলিতে গলিতে সস্তায় বিক্রি হয় মন ভাঙনের সমাচার।


বুক ভর্তি অভিমান নিয়ে শীতল শরীর উষ্ণতা চায় তার।


আলিঙ্গনের ওমে তৃপ্তি খোঁজে 

দুটি মন।


দূষিত শহরের বুকচিরে 

এভাবেই ভালোবাসার বটবৃক্ষ 

জীবিত থাকে আজীবন।

        ✍তুহিনা