Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#ঝড়ো_হাওয়া--- স্নেহাশিস পালিত ১৯-১২-২০২০
যেমন খুশি তেমন সাজো        জীবন ভাসাও জোয়ারে, ঝোপ বুঝে কোপ মারো        আটকাবে কে তোমারে?
চলছে এমনই রণনীতি         খেয়ুড় গাইবে কেউ কেউ,রঙের বাজার সরগরম          লক্ষ্য নিয়ে ছুটছে ফেউ।
আদর্শ থ…

 


#ঝড়ো_হাওয়া

--- স্নেহাশিস পালিত 

১৯-১২-২০২০


যেমন খুশি তেমন সাজো

        জীবন ভাসাও জোয়ারে, 

ঝোপ বুঝে কোপ মারো

        আটকাবে কে তোমারে?


চলছে এমনই রণনীতি 

        খেয়ুড় গাইবে কেউ কেউ,

রঙের বাজার সরগরম 

         লক্ষ্য নিয়ে ছুটছে ফেউ।


আদর্শ থাক ইতিহাসেই

         স্বার্থ পূরণ হতেই হবে -

লোভ, ক্ষমতা যার আছে

         ধোয়া তুলসী কে, কবে?


জনসেবায় ফকির হলে

         জবাবদিহি করতে হবে,

দিনের শেষে ফাঁকা মাঠে 

         মনের দুঃখ মনেই রবে।


রীতিনীতির ধার ধারে কে

        'ঠক বাছতে গাঁ উজাড়' -

নিলাম চলুক দিনেরাতে 

        কেষ্ট -বিষ্টু পগারপার! 


রণাঙ্গনে কৌঁসুলি সব

        কলুর বলদ আমরা যে -

তেল মাড়িয়ে বাঁচতে হবে

        তোমার কথা ভাববে কে?


কুলুপ এঁটে বসে থাকো

        ট্যাঁফোঁ ভাই করোনা -

'বোবার কোনো শত্রু নেই' 

        কথাটা ভুলে যেও না!


স্থান -- বেলঘরিয়া, কোলকাতা/১৮-১২-২০২০

Copyright@Snehasis Palit