Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

-এক অন্য পঁচিশে ডিসেম্বর -
আজ কালো রাত শীতলতা ঠেলে,গোপনে এসে বলে , 'অন্ধ মনি দরজা খোলো' |আজ যে আর এক পঁচিশে ডিসেম্বর ৷চলো ,সারা রাত কুয়াশা মাখা আকাশের তলে -একসাথে ভাগ করেনি - ' অন্তর উষ্ণতা ' |আমারও খুব ইচ্ছা করে…

 


-এক অন্য পঁচিশে ডিসেম্বর -


আজ কালো রাত শীতলতা ঠেলে,

গোপনে এসে বলে , 'অন্ধ মনি দরজা খোলো' |

আজ যে আর এক পঁচিশে ডিসেম্বর ৷

চলো ,সারা রাত কুয়াশা মাখা আকাশের তলে -

একসাথে ভাগ করেনি - ' অন্তর উষ্ণতা ' |

আমারও খুব ইচ্ছা করে জানো ৷

তোমাদের বাতি ঘেরা শহরটায় -

রঙের আলোতে স্নান সেরে আলগা পায়ে,

পাক স্ট্রিটের রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াতে ৷

গরম কেকের মিষ্টি গন্ধ সাথে লাল টুপি পড়ে,

সবার সাথে এক গলাতে বলে উঠি ' মেরি ক্রিসমাস' |

তবু কেন হল এমন ?কারো পৌষ মাস আমার সর্বনাশ৷

তরল থেকে সান্দ্র তা থেকে কঠিন -

যেদিন স্বাধীনতাহীন লিঙ্গ নিয়ে,

মুক্ত বাতাসে বিমুর্ত হল আর্তনাদ,

বাবাই প্রথম বলে উঠেছিল,

'বেটি বাঁচাও বেটি পড়াও ' |

তখন থেকেই প্রথম ভাবতে শেখা -

স্বাধীনভাবে বাঁচব আমিও |

আমি হব তোমাদেরই মত তোমাদের একজন ৷

তোমাদের সাথে ভাগ করে নেব -

তোমাদের অজানা অচেনা যত আনন্দে কে ৷

কিন্তু তখনো জানা হয়ে ওঠেনি,

আনন্দ শুধু তোমাদের 'পরিণতিটা আমার ৷

আমার সাহায্যের হাত তাই ধর্ষিত হয়েছিল,

নিশুতি রাস্তায় পাশবিক বদ্ধ কামড়ায় ৷

এখন আমি ধর্ষিতা ,এখন আমি একা,

সবার চোখের অনেক অজানা প্রশ্ন আমি ৷

তোমাদের আনন্দে তাই আমার 

এই অভিশপ্ত দরজা বন্ধই থাক ৷


-মন


কবি- অভিজিৎ পল্ল্যে

তারিখ - ২২.১২.২০২০