Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

।। সুনির্মল বসুর কবিতা।।।।সে কী আসে।।
দূরে ঝাউবনের ছায়া,কাঠবাদাম গাছ,মেঠো পথএই পথ ধরে একদিন অনুরাধা চলে গেছে,স্মৃতি নিয়ে পথ পড়ে আছে,নদীর উপর এখন সূর্যাস্তের আলো,সাদা বকের ডানায় পড়ন্ত রোদ্দুর,সাঝবাতির আলো জ্বলতে আর কদদূর,জাহাজ…

 


।। সুনির্মল বসুর কবিতা।।

।।সে কী আসে।।


দূরে ঝাউবনের ছায়া,কাঠবাদাম গাছ,মেঠো পথ

এই পথ ধরে একদিন অনুরাধা চলে গেছে,

স্মৃতি নিয়ে পথ পড়ে আছে,

নদীর উপর এখন সূর্যাস্তের আলো,সাদা বকের ডানায় পড়ন্ত রোদ্দুর,

সাঝবাতির আলো জ্বলতে আর কদদূর,

জাহাজের ভো শব্দে ‌সুদূরের আহ্বান, দূরে ‌ভাসে সাধের সাম্পান,

মনে পড়ে, সেইদিন,

অনুরাধা,শোনো,

আমার সময় বেশি নেই,মিছেই প্রহর গোনো,

কত নীল কান্না জলে ভেসে‌‌ যায়,

চাঁদের আলো,বনজ্যোৎসনা, অন্ধকার এই প্রেমের সাক্ষী থেকে যায়,

ঝিরিঝিরি হিমেল বাতাস ‌বয়,মাঝি মাল্লার কথা শোনা যায়,নৌকার গলুইতে হ্যারিকেন জ্বলে,

আকাশ কি সুখের কথা কয়, তারাভরা আকাশ কথা বলে, নদীর জলের শব্দ,রাতপাখির গান,

ঝরা পাতার কান্না, বাতাসের দীর্ঘ শ্বাস জেগে থাকে,

দুপারের পল্লীতে আলোর প্রদীপ জ্বলে,

অনুরাধারা আসে,চলে যায়,পথ পড়ে থাকে,নদী কাঁদে, স্মৃতি ও আকাশ একলা‌ কাঁদে,

তাতে কার কী এসে যায়,

অবুঝ মন তবু ভাবে,সে‌ কি আসে, সে কি‌ আসে,

গভীর রাতে অরণ্যপাখির কান্না আকাশ ভরিয়ে দেয়, রাতের আঁধারে বাতাসের দীর্ঘ শ্বাস কেঁদে যায়।