Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিভাগ- কবিতাশিরোনামঃ চাঁদনী রাতেকলমে- মোঃ গোলাম মোস্তফাতারিখ- 24/12/2020
চারদিকে ছড়িয়ে পড়েছে               রূপালী আলোর স্নিগ্ধতা,মায়াভরা রজনীর পরতে রয়েছে               মোহময় প্রেমের মুগ্ধতা ।
আকাশের তারা উঁকি দিয়ে যায়      …

 


বিভাগ- কবিতা

শিরোনামঃ চাঁদনী রাতে

কলমে- মোঃ গোলাম মোস্তফা

তারিখ- 24/12/2020


চারদিকে ছড়িয়ে পড়েছে

               রূপালী আলোর স্নিগ্ধতা,

মায়াভরা রজনীর পরতে রয়েছে

               মোহময় প্রেমের মুগ্ধতা ।


আকাশের তারা উঁকি দিয়ে যায়

               প্রেমিক হৃদয়ে শিহরণ জাগায়,      

খাতা ভরে ওঠে কবিতা- ছড়ায়   

                সাহিত্যে নব প্রাণ ফিরে পায় ।


শত কথা জাগে হৃদয় পটে

             খেয়াল থাকে না সময় কিভাবে কাটে,

নিশাচর পাখি ডাক দিয়ে যাই 

             কর্ণকুহরে যেন বাজে সানাই ।


দক্ষিনা সমীরণে হৃদয় জুড়ায়

            অব্যক্ত কথামালা প্রাণ ফিরে পায়,

শান বাঁধানো পুকুর ঘাটে গড়াগড়ি দিয়ে

            দুষ্টুরা বাড়ি ফেরে মায়ের বকুনি খেয়ে ।


কুলুকুলু ছলছল দীঘির জল খেলে

            উতলা হয় রমণী বাঁশির সুর শুনে,

গাড়িয়াল গলা ছেড়ে ভাওয়াইয়া গায়

             চাঁদনী রাতের সুর তাই এত মধুময় !