Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

( ঘরানা -মিলে-মিলে অন্তমিল)
ফিরিয়ে দে স্নেহের ক্ষিদে, ২৪-১২-২০২০প্রবীর কুমার চৌধুরী
বন্ধু যদি হও হাত বাড়াও,         নিত্য থেকো সাথেকাছে রেখে থেকো সুখে           হাতটি রেখো হাতে।গাছে-গাছে পাখি নাচে             আছে শুধু  স্মৃতিতেইআজ …

 


( ঘরানা -মিলে-মিলে অন্তমিল)


ফিরিয়ে দে স্নেহের ক্ষিদে, ২৪-১২-২০২০

প্রবীর কুমার চৌধুরী


বন্ধু যদি হও হাত বাড়াও,         নিত্য থেকো সাথে

কাছে রেখে থেকো সুখে           হাতটি রেখো হাতে।

গাছে-গাছে পাখি নাচে             আছে শুধু  স্মৃতিতেই

আজ দুর্গা-অপু বিশাল বপু       সে  নিশ্চিন্তপুর নেই।


শ্রাবণ ধারায় মায়া বাড়ায়।        মায়ের হাসি কই

বৃষ্টিভিজে, আসছে সেজে।        এ মা আত্মত্যাগী নই।


চোখ দুটিতার শুধুই আমার       ছেলের পেটে ক্ষিদে 

এড়িয়ে চলে কথার ছলে            আপন সুখে  নীদে।

শিশুমন ভরে ক্রন্দন,                পায়না বুকের দুধ-

স্বাস্থ রাখে যৌবন বাঁকে             দেখো,শুধতে হবে সুদ।


সংরক্ষিত

গড়িয়া,কলকাতা।