Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#বিভাগ_কবিতা 
#চিলেকোঠায়_কুয়াশা #মালা_সেন_দে #২৪_১২_২০২০
দেখা হয় রোজ , দূরত্ব একটা কংক্রিটের দেওয়াল, অনুরাগের চিলেকোঠায় কুয়াশারা করে কোলাকুলি । ঝিমিয়ে পড়া আলোয় আকাঙ্ক্ষারা ভিজে যায় , মনের ইচ্ছেগুলো জানতে চায় , কুয়াশার  এই দীর্ঘ…

 


#বিভাগ_কবিতা 


#চিলেকোঠায়_কুয়াশা 

#মালা_সেন_দে 

#২৪_১২_২০২০


দেখা হয় রোজ , দূরত্ব একটা কংক্রিটের দেওয়াল, 

অনুরাগের চিলেকোঠায় কুয়াশারা করে কোলাকুলি । 

ঝিমিয়ে পড়া আলোয় আকাঙ্ক্ষারা ভিজে যায় , 

মনের ইচ্ছেগুলো জানতে চায় , কুয়াশার  এই দীর্ঘ রাতের শেষ কখন ? 

হিমেল ছোঁয়ায় অস্পষ্ট ব্যাকরণ , দাঁড়ায় কিছুটা সময় , 

বোঝাবুঝি শেষ কিনারায় এসে থমকে যায় । 

  

কটা কাঁটাতার পেরোলে কুয়াশার আবরণ যাবে সরে , 

কুয়াশা চিলেকোঠার জানালায় প্রতিরাতে হামাগুড়ি দিয়ে আসে । 

ওরা জোনাকির  অবাধ্য মিছিলে ভিজেছে সারারাত ,

ওরা ভাসতে জানে উড়তে শেখেনি আজও । 

স্বপ্নকে ভর করে সেই নিরুদ্দেশের আশায় ক্লান্তিহীন অপেক্ষা , 

জ্যোৎস্না রাতে চাঁদের সোহাগ মেখে  একদিন উড়ে যাবে   রাতের অন্তরালে । 

ঠিক তখনই কৃষ্ণচূড়ার বনে লাগবে হিন্দোল , 

 দাঁড়াবে ওরা ঢুলুঢুলু চোখে রাত্রি যেখানে বিলীন হয় । 

কুয়াশা ছিঁড়ে অভিমানের পারদ চড়বে বেহিসাবি ব্যস্ততায় , 

ওরা ভেসে যাবে সুরের মূর্ছনায় বসন্ত বাহার রাগে ॥