Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা বিভাগঃ কবিতা শিরোনামঃ- বোবা ইচ্ছেকলমেঃ তাপস কুমার বরতারিখঃ 03/12/2020°°°°°°°°°°°°  °°°°°°°°  °°°°°°°°  °°°°°°°°°°°°
আমার ভাঙ্গা তরীর বেলাভূমির তটে,পুঞ্জ স্বপ্নগুলো শুধু তোমায় খোঁজে।বিনীত স্বপ্নগুলো আজ...চা…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

বিভাগঃ কবিতা 

শিরোনামঃ- বোবা ইচ্ছে

কলমেঃ তাপস কুমার বর

তারিখঃ 03/12/2020

°°°°°°°°°°°°  °°°°°°°°  °°°°°°°°  °°°°°°°°°°°°


আমার ভাঙ্গা তরীর বেলাভূমির তটে,

পুঞ্জ স্বপ্নগুলো শুধু তোমায় খোঁজে।

বিনীত স্বপ্নগুলো আজ...

চাঁদকলঙ্কের ঝলসানো রুটি।

স্বপ্নের মরুভূমির উষ্ণ তৃষ্ণা,

আমায় পাগলের মতো টেনে আনে...

তোমার ওই স্বপ্নরাজির বাস্তব বন্ধনে।

আজ শহরগুলো থর থর করে কাঁপছে,

আঘাতের ওই ম্যারাথন দৌড়ে।

আজও কত বোবা ইচ্ছের স্বপ্ন নিয়ে...

ইতিহাসের পাতায় তোমায় খুঁজি,

আমার বার্ধক্যের ওই শূন্য বেলাভূমির তটে।

আমি স্মৃতিভরা ব্যর্থ স্বপ্ন নিয়ে,

গ্যালিলিওর সেই দূরবীন দিয়ে তোমায় খুঁজি,

আমার বিদীর্ণ বোবা ইচ্ছের স্বপ্নের কুঞ্জবনে।

গোলাকার পৃথিবী আজও ঘুরছে,

চাঁদকলঙ্কের ইচ্ছের স্বপ্ন নিয়ে,

তোমার স্বপ্নের সাজানো বাগানে।

আমি ম্যারাথনের ইচ্ছে নিয়ে,

এসেছি কতবার শুধু তোমার কাছে।

স্বপ্ন আজ হারিয়ে গেছে...

সেজেছে বার্ধক্যের ঝলসানো পাঁউরুটি।

স্মৃতির শহর আজ থর থর করে কাঁপছে,

আমার জোয়ার ভাটার দ্বন্দ্বের সাম্রাজ্যে।

হাজার স্মৃতির কান্নার জোয়ারে গুমড়ে ওঠা,

ওই মহুয়ার নির্জন বনে...

কত স্বপ্ন হারিয়ে গেছে,

আমার ম্যারাথনের শূন্য বেলাভূমির তটে।

                     °°°°°°°°°°°°°°°