Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#বিভাগ_গদ্যকবিতা #শিরোনাম_সেই_শিশুটা#লিখনে_বীরেন_আচার্য্য#৩রা_ডিসেম্বর_২০২০
সেই শিশুটা -------------হারিয়ে গেছে সেই বজ্রকণ্ঠ , শঙ্খনাদ আজ শুধু আখের গোছার চিৎকার ; আজ গিরগিটিরাও ভয়ে লুকিয়েছে মুখ দেশপ্রেমের বিশ্বায়নে মানুষ যে আজ  বহ…

 


#বিভাগ_গদ্যকবিতা 

#শিরোনাম_সেই_শিশুটা

#লিখনে_বীরেন_আচার্য্য

#৩রা_ডিসেম্বর_২০২০


সেই শিশুটা 

-------------

হারিয়ে গেছে সেই বজ্রকণ্ঠ , শঙ্খনাদ 

আজ শুধু আখের গোছার চিৎকার ; 

আজ গিরগিটিরাও ভয়ে লুকিয়েছে মুখ 

দেশপ্রেমের বিশ্বায়নে মানুষ যে আজ  বহুরূপী। 

একদিন ভারতবর্ষে ধ্বনিত হয়েছিল যে বজ্রকণ্ঠ

ক্ষুদিরাম,প্রফুল্লচাকী,বিনয়-বাদল-দীনেশের কণ্ঠে ,

অশীতিপর মাতঙ্গিনী লুটিয়ে পড়েছিল মাটিতে; 

স্বাধীনতার অগ্নিমন্ত্রে নেতাজীর বজ্রকণ্ঠ -

" তোমরা আমাকে রক্তদাও -

আমি তোমাদের স্বাধীনতা দেব " -

আজ  কই সে বজ্রকণ্ঠ ?

শত সহস্র শহীদের রক্তস্রোতের বিনিময়ে যে স্বাধীনতা- 

আজ সেই স্বাধীনতা বিকিয়ে দেবার লড়াই ;

বিক্রি হয় দেশপ্রেম চড়া দামে গণতান্ত্রিক হাটে ,

টুটি টিপে ধরে শাসক যাতে ধ্বনিত না হয় বজ্রকণ্ঠ-

প্রতিবাদ গণতান্ত্রিক মাৎস‍্যন‍্যায়ে - 

ভাই ভাইয়ের বুকে বসায় ছুরি;  

যৌবনের পা টলে , কর্মের অধিকার রাস্তায় কাঁদে,

আজ বড় দরকার সেই শিশুটার যে বলবে -

" রাজা তোর কাপড় কোথা ? "