Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিভাগ : কবিতা শীর্ষক : সুখের আঁচ কলমে : শঙ্কর 
যৌথ সুখের সন্ধানে হঠাৎ হঠাৎ বেরিয়ে পড়া রোদ খোঁজা বৃষ্টি খোঁজা .........এমনি ভাবেই ভরতে থাকে পলকা সুখের ঘররাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা গাছের সারি হাওয়ার সাথে বুঝি কথা বলে বুঝি বা এ…

 


বিভাগ : কবিতা 

শীর্ষক : সুখের আঁচ 

কলমে : শঙ্কর 


যৌথ সুখের সন্ধানে হঠাৎ হঠাৎ বেরিয়ে পড়া 

রোদ খোঁজা বৃষ্টি খোঁজা .........

এমনি ভাবেই ভরতে থাকে পলকা সুখের ঘর

রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা গাছের সারি 

হাওয়ার সাথে বুঝি কথা বলে 

বুঝি বা এক পারিবারিক উৎসব, জড়ো হয়ে আছে 

গুল্ম, লতা, গাছ আর বুনো ফুল, ঠিক যেন সবুজ মাথায় বাহারি ফিতে

দু চোখের অধীরতা ক্রমশ বেড়ে চলেছে 

ইচ্ছেরা আজও আড়ষ্ট তবুও এক পা দু পা করে এগিয়ে যাওয়া 

ফেরার বেলায় এসে দাঁড়ায় বৈরাগ্যের খুব কাছে 

প্রাচীন মন্দির, ফাটলের চিহ্ন সারা গায়ে 

দৃশ্যত কয়েকটা ভাগে ভাগ হয়ে বেঁচে 

তবু নাকি সে আজও একটাই মন্দির 

যৌথ সুখের আঁচ তুমি কি পেয়েছিলে প্রাচীন ?