Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

।।সাদা পাতার নৌকো বেয়ে।।    ।‌। কলমে: নরেশ বৈদ্য।।--------------------------------------------------জোৎস্না ভেজা রাতের খোঁজেঅনেকটা পথ পার যে হলোহাতের পরে হাতটি রেখে,সহজীয়া আপন সুরে মিললো কি- রঙিন রোদের হিসাব গুলো?
এই যে এতো,এতো …

 


।।সাদা পাতার নৌকো বেয়ে।।

    ।‌। কলমে: নরেশ বৈদ্য।।

--------------------------------------------------

জোৎস্না ভেজা রাতের খোঁজে

অনেকটা পথ পার যে হলো

হাতের পরে হাতটি রেখে,

সহজীয়া আপন সুরে মিললো কি- 

রঙিন রোদের হিসাব গুলো?


এই যে এতো,এতো গল্প বলা

পাগল হওয়ার ভাসানো ভেলা!

ফিরতি পথের বাঁকের পরে

অবাক স্রোতে ভেসে চলে 

লাভ কি হলো বলো?


হয়তো আবার এসব দেখে

জাগতে পারে পাথর বাটি

মন শুন্য খাঁচায় পুরে-- 

যায় কি রাখা বনের পাখি?

নাই বা হলো যাওয়া-আসা

মহুয়া ফুলের গন্ধে ভাসা

থাক না পড়ে প্রেম সাগরে 

স্মৃতিমুখর আখোর মাটি।

---------------------------------------

৭/১২/২০২০-অবুঝ মন-