Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

স্বপ্নশৈবাল সরকার29/11/2020
হাত ধরে সেদিন বলেছিল 'স্বপ্ন', চলো চলি পথ,যত দিন যত দূর জীবিত থাকে জীবন।স্বপ্নের চোখে একটা মায়া ছিলো,বলি এখনো আছে,চালিত করে প্রাণ চলা।অতৃপ্তি,আকাঙ্খা,বাসনা,মায়া-স্রোতের টান জাগায়,জোয়ার আনে জীবন …

 


স্বপ্ন

শৈবাল সরকার

29/11/2020


হাত ধরে সেদিন বলেছিল 'স্বপ্ন', চলো চলি পথ,

যত দিন যত দূর জীবিত থাকে জীবন।

স্বপ্নের চোখে একটা মায়া ছিলো,

বলি এখনো আছে,চালিত করে প্রাণ চলা।

অতৃপ্তি,আকাঙ্খা,বাসনা,মায়া-

স্রোতের টান জাগায়,জোয়ার আনে জীবন নদীর জলে।

তরঙ্গ দোলায় স্থবির,স্তব্ধ হতে দেয় না কভু,

প্রাণতরী,জীবনঘড়ি রাখে সচল।

'স্বপ্ন' আজও হাত ধরে টেনে তুলে,

ক্লান্ত ব্যর্থ পথিক আছে যত।

স্বপ্ন পূরণ সূর্যতোরণ দেয় খুলে,

প্রাণ দেয়ালে--

অপূর্ণ সাধ জাগিয়ে রাখে ঘুম ভাঙ্গানিয়া সুরে।

পথ চলি স্বপ্ন নিয়ে বুকে, হয়তো বা স্বপ্নের বুকে ভর দিয়ে।

পৃথিবীর আলোক বৃত্ত,চুম্বকক্ষেত্র,তড়িত তাড়িত করে,

হৃদয়ঘরে,প্রাণের 'পরে দেয় আশার মায়া টান।