Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#হুস্‌স্‌স্‌#অরিন্দম_ভট্টাচার্য্য
ওড়া? না ওড়া ওড়া খেলা?সেই ছোটোবেলায় কাগজের প্লেনের ডানায় ফুঁ দিয়ে, পেট ফুলিয়ে ছুড়ে দিয়েছি কতবার... দূর আকাশে উড়ন্ত ঘুড়িটার দিকে তাকিয়ে তাকিয়ে লাটাই হাতে মাঠে মাঠে ছুটে বেড়িয়েছি কতবার…

 


#হুস্‌স্‌স্‌

#অরিন্দম_ভট্টাচার্য্য


ওড়া? না ওড়া ওড়া খেলা?

সেই ছোটোবেলায় কাগজের প্লেনের ডানায় ফুঁ দিয়ে, পেট ফুলিয়ে ছুড়ে দিয়েছি কতবার... দূর আকাশে উড়ন্ত ঘুড়িটার দিকে তাকিয়ে তাকিয়ে লাটাই হাতে মাঠে মাঠে ছুটে বেড়িয়েছি কতবার... দুটো হাত দু'দিকে মেলে দিয়ে মুখে হুস্‌‌স্‌স্ শব্দ করে প্লেনের মতো উড়ে যাওয়ার ভঙ্গিতে ছুটে গিয়েছি কতবার... 

তখন কাগজের প্লেন একটু উড়েই গোঁত্তা মেরে মাটিতে পড়লেও.... সুতো কাটা ঘুড়ি মাথা ঘোরাতে ঘোরাতে নিরুদ্দেশ হয়ে গেলেও... হাড় মাংসের শরীরটা একবারের জন্য হলেও মাটি ছাড়তে না পারলেও...

মনটা কিন্তু বারবার উড়ে চলে যেত সপ্তসাগর তেরো নদী পার হয়ে কোনো এক অজানা জগতে... দূ-রে, ব-হু---দূ--রে--। কিন্তু মন আজ সে ওড়া আর উড়তে পারে ক‌ই! শরীরের সাথে সাথে ওটাও বোধহয় ভারী হয়ে গেছে আজ। নিজের অজান্তেই কবে যে হাড় মাংসের জঙ্গলে হারিয়ে ফেলেছে নিজেকে, সে নিজেই জানে না।

আজ অ-নে-ক দিন পর অ-নে-ক-ক্ষ-ণ মুক্ত চোখে হালকা শীতের পড়ন্ত বিকেলের নীল সাদা ছোপছোপ আকাশটার দিকে তাকিয়ে র‌ইলাম। দেখলাম কত না-দেখা ছবি, শুনলাম কত অচেনা গল্প। কনকনে উত্তুরে হাওয়ায় উত্তর দক্ষিণে পতপত করে উড়ছে বাতপতাকাটা। দূরে ছানাকাটা মেঘের ফাঁকে উঁকি দিচ্ছে পড়ন্ত বেলার একফালি রক্তিম সূর্য। ওদে‌রই গায়ে গায়ে আকাশের ওপর থেকে নীচে, এদিক থেকে ওদিকে খেলার ছলে উড়ে বেড়াচ্ছে একটা চিল। যেন সবাইকে ডেকে ডেকে বলতে চাইছে -- আমি মুক্ত, আমি স্বাধীন। ওড়ে তো অনেকেই --মেঘ, বাত পতাকা, ধুলো, ধোঁয়া, ঘুড়ি, বেলুন, আরো কত-কি..... কিন্তু আমি সবার থেকে আলাদা। সবাই বাতসের অনুকূলে ওড়ে, বলা ভালো বাতাস‌ই তার নিজের ইচ্ছে মতো সকলকে ওড়ায়। কিন্তু আমি নিজের ইচ্ছে মতো ওড়ার জন্য বাতাসকে ব্যবহার করি। ওকে ভর করেই ওর প্রতিকুলে যাই। ওর সাধ্য কি আমাকে আটকায়.... আরে! ওড়ার আসল মজাতো বাতাসের প্রতিকুলেই... শুধু নিজেকে হালকা আর ডানাদুটোকে মজবুত বানিয়ে নিতে জানতে হয়।


সত্যি! আমি কিছুদিন থেকে এমন‌ই একটা প্রশ্নের উত্তর খুঁজছিলাম। প্রকৃতি আমাকে ফেরায় না। আমি যখন‌ই কোনো সমস্যা নিয়ে তার সামনে গিয়ে দু'হাত পেতে দাঁড়িয়েছি, সে নিজেকে উজাড় করে দিয়েছে আমার কাছে। প্রত্যেকবার সে খুব সহজভাষায় আমাকে বুঝিয়েছে -- আমার কি করা উচিৎ।


তার শুধু একটাই শর্ত -- তার কাছে খোলা আকাশের মতো যেন উন্মুক্ত থাকে হৃদয়ের প্রতিটা প্রকোষ্ঠ।