Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন#বিভাগ_কবিতা#বারতা#হৈমন্তী_ব্যানার্জী_পাঁজা
জানি প্রগলভতা তোমায় ছুঁতে পারেনি,ঠুনকো আদরের কালিমা তার বিষাক্তশরীর নিয়ে জড়াতে পারেনি আঁচল,প্রতি রাতের পরে সকালের মাধুরীরঅঙ্গসৌরভে ভরা চোখে কখনোইবিষণ্ণতা ঘর করতে প…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন

#বিভাগ_কবিতা

#বারতা

#হৈমন্তী_ব্যানার্জী_পাঁজা


জানি প্রগলভতা তোমায় ছুঁতে পারেনি,

ঠুনকো আদরের কালিমা তার বিষাক্ত

শরীর নিয়ে জড়াতে পারেনি আঁচল,

প্রতি রাতের পরে সকালের মাধুরীর

অঙ্গসৌরভে ভরা চোখে কখনোই

বিষণ্ণতা ঘর করতে পারেনা!

সৃষ্টির শেকড় যার অন্তরে প্রথিত

দৃঢ়তার বাস যার প্রতিটা কোষে,

ন্যুব্জতা তার পরিচয় হয় কী করে?


অন্ধকার হারিয়ে যাওয়ার সংজ্ঞা নয়

সে যে আগামীর আলো খোঁজার সাথী,

যে ব্যথার নিজ ছাড়া সমব্যথী নেই

এমন অকারণ ক্ষত নাইবা পেল আশ্রয়!

তাই, দহনের পরম আবেশ শীতলতা ছড়াও

তুমি আদি, তুমি অনন্ত,তুমি প্রকৃতি, তুমিই অস্তিত্ব; 

আপন উন্মত্ততায় ঝঙ্কার আনো দুকূল ছাপিয়ে

সমস্ত অপারগতা মুছে নতুন আলো ফোটাও,

আত্মমগ্নের কিশলয় রঙে ঘটুক আত্মশুদ্ধি।