Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি সাহিত্য যাপন#বিভাগ:গদ্য কবিতা#শিরোনাম পরশুরামের কুঠার         # কলম: কৌশিক চট্টোপাধ্যায়#তারিখ: ২০/১২/২০২০
এসো আরো একবার রক্ষশূন্য করি পৃথিবী,চাপ চাপ রক্তের চাপ আর সইতে পারছিনা,আরো একবার অস্ত্রশূন্য করতে আমার মরীয়া লড়াইথর…

 


#সৃষ্টি সাহিত্য যাপন

#বিভাগ:গদ্য কবিতা

#শিরোনাম পরশুরামের কুঠার

         # কলম: কৌশিক চট্টোপাধ্যায়

#তারিখ: ২০/১২/২০২০


এসো আরো একবার রক্ষশূন্য করি পৃথিবী,

চাপ চাপ রক্তের চাপ আর সইতে পারছিনা,

আরো একবার অস্ত্রশূন্য করতে আমার মরীয়া লড়াই

থরে থরে সাজানো অজুত শব

ধর্মের শব, জাতের শব, দেশের শব, ভাষার শব ;

শবদেহের মিছিল লাগাতার চলেছে,

এবার অস্ত্রশূন্য করার লড়াই ৷


পৌষের শীতের তাড়সে ধানক্ষেত কুঁকড়ে আছে

 রুপসার লাল ধারা ব্যথাতুর বয়ে যায়,

কী আর হবে যদি নদী আরো লাল হয় !

 উন্মাদের সামনে বাউলের গান অর্থহীন মনে হয় 

আজ পৃথিবীকে অস্ত্রশূন্য করার সময় ৷


শেষ যুদ্ধ শুরু আজ ৷

হাহাকার নয়, শপথে ঘনীভূত হও,

চোখের জলে রুপসা অনেক ভিজেছে

আজ শপথে গ্রানাইট হবার সময়

আঘাতে আঘাত হানো, চোখে রাখো চোখ,

উন্মাদদের নিশ্চিন্তে ঘুমোতে দেবো না 

এই অঙ্গীকার আমার,

রক্তে ভেসে যাক পরশুরামের কুঠার ৷৷


----------0000000000-----------


দুঃখিত সকালটা রক্তাক্ত করে দিলাম, এছাড়া উপায় ছিলো না ৷