Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ ---------- কবিতা কবিতার নাম ---- তোতাপাখি কলমে --------- তরু তালুকদার তারিখ --------- ২০/১২/২০২০ 
বশ মেনেছে তোতাপাখি , আসে কাছে যখন ডাকি। 
তোতাপাখির মুখের বুলি আমার শেখানো যত ঝুলি। 
তোতাপাখি আনছে…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

বিভাগ ---------- কবিতা 

কবিতার নাম ---- তোতাপাখি 

কলমে --------- তরু তালুকদার 

তারিখ --------- ২০/১২/২০২০ 


বশ মেনেছে তোতাপাখি , 

আসে কাছে যখন ডাকি। 


তোতাপাখির মুখের বুলি 

আমার শেখানো যত ঝুলি। 


তোতাপাখি আনছে খাবার , 

আমায় দিয়ে যাচ্ছে আবার। 


খাবার তোতা ছিনিয়ে নেয় , 

বাসায় এনে আমায় দেয় । 


আমার নাম নেয়-না সে, 

বারণ আছে বলতে যে। 


তোতাপাখির অনেক গুণ , 

আমার কথায় দেয় সে মন। 


পরের জিনিস করে চুরি , 

ওটাই তোতার বাহাদুরি । 


তোতাপাখিরা পড়লে ধরা, 

নাম নিবেনা আমার ওরা । 


তোতাপাখির কু-কর্ম , 

যাচ্ছে করে নেই ধর্ম। 


করছে এসব আমার তরে, 

আমায় এখন কে-বা ধরে ? 


বশ মেনেছে তোতাপাখি , 

আমার কাজে দেয়না ফাঁকি। 


পুষবে নাকি তোতাপাখি ? 

বলো যদি আনছি ডাকি। 


তোতাপাখি পুষছে যারা , 

কোটিপতি হচ্ছে তারা ।