সৃষ্টি সাহিত্য যাপন দৈনিক কবিতা শিরোনাম -"পালকি চলে"কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি)তারিখ -১৮/১২/২০২০
তিরিশ বছর আগে যখন তোমার কোলে বসেএসেছিলাম শ্বশুরালয়ে, আনন্দে পুলকিত হয়েছিল সকলের চিত্ত।পালকি তুমি তখন হাসছিলে আর ভাবছিলেএই ত…
সৃষ্টি সাহিত্য যাপন
দৈনিক কবিতা
শিরোনাম -"পালকি চলে"
কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি)
তারিখ -১৮/১২/২০২০
তিরিশ বছর আগে যখন তোমার কোলে বসে
এসেছিলাম শ্বশুরালয়ে,
আনন্দে পুলকিত হয়েছিল সকলের চিত্ত।
পালকি তুমি তখন হাসছিলে আর ভাবছিলে
এই তো আর কদিন পরেই তোমার হবে চিত্ত শান্ত।
যত কথা, যত ব্যস্ততা, যত সাধুবাদ তোমাকেই ঘিরে।
চার বেয়ারা যখন কাঁধে তুলে নিয়ে গান ধরলো
তুমি তখন আনন্দে আত্মহারা।
চার বেয়ারা কাঁধে তুলে
চললো তোমায় নিয়ে হেলে দুলে ।
কালের বিবর্তনে কতো কিছু যে ছিল অজানা
তুমি রইলে এখনকার যুগে একেবারেই অচেনা।
🤜🤛❤️❤️মিষ্টি ❤️❤️🤜🤛©️