সৃষ্টি সাহিত্য যাপনকবিতা ঃ- প্রহরকলমেঃ শর্মিলা রায় তারিখঃ ১৩/১২/২০২
বলেছিলে, জানলা খুলে ভাসিয়ে দেবে,তোমার বুকের গভীরে লালিত সুপ্ত ইচ্ছে আর রঙিন স্বপ্নদের---আকাশের নীল নীলিমায়।তার আগেই ভেঙে পড়লে, ঝ'রে পড়লে অঝোরে,ঠিক যেন অন…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা ঃ- প্রহর
কলমেঃ শর্মিলা রায়
তারিখঃ ১৩/১২/২০২
বলেছিলে, জানলা খুলে ভাসিয়ে দেবে,
তোমার বুকের গভীরে লালিত সুপ্ত ইচ্ছে আর রঙিন স্বপ্নদের---
আকাশের নীল নীলিমায়।
তার আগেই ভেঙে পড়লে, ঝ'রে পড়লে অঝোরে,
ঠিক যেন অন্তরীক্ষ থেকে ঝ'রে পড়া জল!
পেরোলে না চৌকাঠ।
শোনা হলো না তোমার জীবনের অসমাপ্ত কাব্য- কথা।
নির্বাক ঘরের বদ্ধ বাতাসে, চরকি কাটতে লাগলো
তোমার ইচ্ছে- কথারা।
শেষপর্যন্ত নিঃশব্দে মরে গেলো ওরা।
তোমার শূন্য বুকে জেগে রইলো
কেবল হাহাকার আর হাহাকার।
অথচ জানলার বাইরেই আলোর জ্যোৎস্না--
ফুটফুটে চরাচর।
রূপ- রঙের ডালি সাজিয়ে প্রকৃতি
রয়ে গেলো অনন্ত অপেক্ষায়।
তুমি পেরোলে না চৌকাঠ।
মৃত্যুর আঁশটে গন্ধ নাকে নিয়ে,
মরণের প্রহর গুনলে তিলে তিলে।