Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন #কবিতা#তোমার_আমার_পৃথিবী#গোপা_ব্যানার্জ্জী 
পৃথিবী ভারসাম্য হারাচ্ছে...তোমার,আমার, সবার পৃথিবীক্রমশঃ ভারসাম্য হারাচ্ছে!মানসিক, শারীরিক, নৈতিকএমনকি প্রাকৃতিক...সব ক্ষেত্রেই শুধু সাম্যতানষ্ট হয়ে, ওলোটপালোট হচ্ছে…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

#কবিতা

#তোমার_আমার_পৃথিবী

#গোপা_ব্যানার্জ্জী 


পৃথিবী ভারসাম্য হারাচ্ছে...

তোমার,আমার, সবার পৃথিবী

ক্রমশঃ ভারসাম্য হারাচ্ছে!

মানসিক, শারীরিক, নৈতিক

এমনকি প্রাকৃতিক...

সব ক্ষেত্রেই শুধু সাম্যতা

নষ্ট হয়ে, ওলোটপালোট হচ্ছে!

এখন চাই একটা বিপ্লব!

সব কিছু নতুন করে গড়তে

চাই একটা বিস্ফোরণ!


তারপর হয়তো, সব ভারসাম্য

ফিরে পেয়ে, তোমার, আমার

আমাদের সবার পৃথিবী...

আবার আমাদের হবে!

চাষীরা চাষ করবে প্রাণ ঢেলে,

মজদুর কাজ করবে গান গেয়ে,

শিশুরা খেলা করবে, মেয়েরা

স্বাধীনতা পাবে, সম্মান পাবে

পুরুষেরা গর্জে উঠবে, সামলে

নেবে সব ঝড়, করবে না আপোষ!


তারপর পৃথিবীটা, আবার শান্ত হবে!

আকাশে চাঁদ দেখে, বাগিচায় ফুল

দেখে, রাখালিয়া বাঁশি শুনে,

বৃষ্টির গান শুনে, বসন্তের আগমনে,

কবিতা লিখবে কবি,

শুধু ভালোবাসার কবিতা!

আমার, তোমার, সবার পৃথিবী

ফিরে পাবে, তার চিরকালের আবর্তন!

©® গোপা