# সৃষ্টি সাহিত্য যাপনবিষয়_ গদ্য কবিতা নাম _ আজব দুনিয়া লেখিকা _ লিপিকা দত্ত প্রকাশ _ 21. 11. 2020 ( শনিবার)তারিখ _ 14. 12. 2020
আজব আমাদের এই দুনিয়াএখানে প্রতিনিয়ত হচ্ছে নতুন নাটক রচনা ,সত্যি বড় আজব এই দুনিয়া।
কারো ধন সম্পদ আছে…
# সৃষ্টি সাহিত্য যাপন
বিষয়_ গদ্য কবিতা
নাম _ আজব দুনিয়া
লেখিকা _ লিপিকা দত্ত
প্রকাশ _ 21. 11. 2020 ( শনিবার)
তারিখ _ 14. 12. 2020
আজব আমাদের এই দুনিয়া
এখানে প্রতিনিয়ত হচ্ছে নতুন নাটক রচনা ,
সত্যি বড় আজব এই দুনিয়া।
কারো ধন সম্পদ আছে ভুরি ভুরি
কারো আবার মাথা গোঁজার জোটেনা একটা ঝুপড়ি,
চারিদিকে শুধু উনিশ কুড়ি !
কেউ অলংকার ও নিত্যনতুন বসনে চায় নিজেকে মুড়তে
কেউ চায় কোনরকমে লজ্জা নিবারণ করতে,
জীবন-টা কোনো রকমে জুড়তে।
স্বদেশী_ বিদেশী খাবারে করে কেউ উদরপূরণ
কেউ আবার একমুঠো অন্নের জন্য করে প্রায় অনশন,
হে ঈশ্বর কেমনে হয় গো স্বপ্ন পূরণ ?
তবুও বলবো প্রলোভনের হাতছানিতে
অসৎ পথে কভু না যাও
এ জীবন বড়ই আনন্দময়,
সত্যপথের কষ্টকে কভু না ডরাও।
*** শান্তির সাথে সুস্থ থেকো বন্ধু।