Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

গদ্যকবিতা -ইচ্ছেকলমে-শিখা গুহ রায় তারিখ -৯/১২/২০২০খুব ক্লান্ত, হাঁটছি তো হাঁটছিকে যেনো পেছন থেকে দেখছেহাত বাড়াই তবুও ছুঁতে পারিনাআমার ছায়াকে।নিছক প্রেমসঙ্গীত নয়ছলনা করে আমার সাথেকাছে আসে আবার দূরে যায়,যেমন করে ফুলের চিবুকে,মৌম…

 


গদ্যকবিতা -ইচ্ছে

কলমে-শিখা গুহ রায় 

তারিখ -৯/১২/২০২০

খুব ক্লান্ত, হাঁটছি তো হাঁটছি

কে যেনো পেছন থেকে দেখছে

হাত বাড়াই তবুও ছুঁতে পারিনা

আমার ছায়াকে।

নিছক প্রেমসঙ্গীত নয়

ছলনা করে আমার সাথে

কাছে আসে আবার দূরে যায়,

যেমন করে ফুলের চিবুকে,মৌমাছি ছোঁয়।

ঠোঁট সেখানে পালন করে

নিষ্ঠুর নিস্তব্ধতা,

আমি ভাঙি, বারবার ভাঙি

ইচ্ছে করে ভাঙা গড়ার খেলায়

আবার নতুন করে শুরু করি।

তোমার স্মৃতি দাঁড়িয়ে থাকুক

আমার আঙিনায়,

ভালবাসাহীন জীবনের ওপারে,

যা নির্মাণে ইট বালু আর সিমেন্ট

কেবল ছুঁয়ে যায় ইতিহাস।

এখনও তোমার ঠোঁট আমাকেই চায়

আমার আলতো ছোঁয়া আর…..!!

এরপর থেকে আর চাইবেনা

আমি চাইতে দেবোনা ইচ্ছে যতই করুক।