Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#তুই#প্রদীপ্ত ব্যানার্জ্জী
তুই এসে দাঁড়ালেই পারিজাত ফোটে,তুই এসে ছুঁয়ে দিলেই হাসনুহানা মাতাল হয়,তুই এসে নরম তাকালে দুপুরের কড়া রোদবিকেলের আদুরে কোলে মাথা রাখে,তুই চোখ তুলে তাকালেই....ঝলমলে হয়ে যায় অমাবস্যার নিকষ কালো আকাশ,তুই খুশি…#তুই

#প্রদীপ্ত ব্যানার্জ্জী


তুই এসে দাঁড়ালেই পারিজাত ফোটে,

তুই এসে ছুঁয়ে দিলেই হাসনুহানা মাতাল হয়,

তুই এসে নরম তাকালে দুপুরের কড়া রোদ

বিকেলের আদুরে কোলে মাথা রাখে,

তুই চোখ তুলে তাকালেই....

ঝলমলে হয়ে যায় অমাবস্যার নিকষ কালো আকাশ,

তুই খুশিতে হেসে উঠলেই পৃথিবীর সব কান্না স্তব্ধ হয়,

আমাদের গোটা পৃথিবীটা প্রেমে সম্পৃক্ত হয়ে ওঠে,

তুই কলম ধরলে সারা বিশ্বের সমস্ত কবি সন্ত্রস্ত হয়

আর কবিতারা অপূর্ব লাস্যে মোহময়ী হাসি হাসে,

তুই ক্যানভাসে তুলি ছোঁয়ালে ক্যানভাস পবিত্র হয়

অপূর্ব সৃষ্টির প্রতীক্ষায় দিন গোনেন পিকাসো,

তুই যদি কখনো একফোঁটা চোখের জল ফেলিস

তবে ঈশ্বরও কাঁদেন....

বৃষ্টি হয়ে নেমে আসে তাঁর চোখের জল

তোর চোখ ভিজিয়ে কান্না ধুয়ে দেয়... 


আর ঠিক যখন সেই সিক্ত চোখে আমার দিকে

নিবিষ্ট তাকাস...

তখনই আমার বুকের বাঁ-দিকে

সহস্র ঘোড়ার ক্ষুরের উন্মত্ত দাপাদাপি শুরু হয়,

আমি আচমকা একটা নদী হয়ে যাই

একটা মিলনোন্মুখ নান্দনিক নদী...

একবার তাতে ডুব দিস যদি 

তাহলে সে সমুদ্র হওয়ার স্পর্ধা দেখাতে পারে


তুই কি জানিস নদীর জলেও কান্না লুকোনো যায়...

...............................©...........................প্রদীপ্ত