Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন     বিছুটির দৌরাত্ম্য             প্রদীপ সেন        আগরতলা,  ২৩/১২/২০
জমিটার উর্বরতা মেপে লাভ নেই।এ জমি আর যাই হোক, বন্ধ্যা নয় নিশ্চয়। এখানে ওখানে চোখ ফেলে দেখিমাটি ফুঁড়ে উঁকি ঝুঁকি দিয়েছে কত গাছগাছালি। ভালো আর…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

    বিছুটির দৌরাত্ম্য

             প্রদীপ সেন

        আগরতলা,  ২৩/১২/২০


জমিটার উর্বরতা মেপে লাভ নেই।

এ জমি আর যাই হোক, বন্ধ্যা নয় নিশ্চয়। 

এখানে ওখানে চোখ ফেলে দেখি

মাটি ফুঁড়ে উঁকি ঝুঁকি দিয়েছে কত গাছগাছালি। 

ভালো আর খারাপের মিশেল বনে আর জনারণ্যে। 

চোখ খুলে চেয়ে দেখো

আগাছা আর বিছুটি গাছের দৌরাত্ম্যই যেন সোচ্চার। 

জমিটা বড্ড অসহায়। 

কিছু জীবনদায়ী ঔষধি গাছ এখনো আছে 

সান্ত্বনা যা কিছু, সেখানেই। 

বিছুটির ভয়ে পারতপক্ষে অন্বেষীর দল

বাগানে পা রাখতে ভয় পায়। 

আশ্চর্য! এখানে আগাছার পর্যাপ্ত রসদ।

ঔষধিরা মুমূর্ষু। 

থানকুনি, ভৃঙ্গরাজ, শতমূলী,পুদিনার নাভিশ্বাস। 

আগাছাবেষ্টিত বিছুটিরা হাওয়ার তালে তালে 

নেচে হেসে উচ্চস্বরে বলে

যাই বলো তাই বলো আজ আমাদেরই রাজ। 

ঔষধিরা দীর্ঘশ্বাস ফেলে, সত্যি আজ অস্তিত্ব সংকট। 

কোথা থেকে কী যে হয়ে গেলো, এ কী ছন্দপতন!