Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি_ সাহিত‍‍্য যাপন#শিরোনাম_"সওদা"#কলমে_নির্মল_বরাট#বিভাগ_ গদ‍্যকবিতা#তাং22/12/2020
একটা অকাল বার্ধক‍্য হাহাকারী বাতাস আর নিটোল ধিক আগুনে জ্বলে যাওয়া একটা কিছু - হাত নেড়ে ডাকে আমাকে ;মনে হয় অজান্তেই সব কক্ষপথ ঐ সুদূর…

 


#সৃষ্টি_ সাহিত‍‍্য যাপন

#শিরোনাম_"সওদা"

#কলমে_নির্মল_বরাট

#বিভাগ_ গদ‍্যকবিতা

#তাং22/12/2020


একটা অকাল বার্ধক‍্য হাহাকারী বাতাস আর নিটোল ধিক আগুনে জ্বলে যাওয়া একটা কিছু - হাত নেড়ে ডাকে আমাকে ;মনে হয় অজান্তেই সব কক্ষপথ ঐ সুদূর দিগন্ত রেখায় বিলীন হয়ে গেছে।


আধো আলো-আঁধারী ছায়াপথে খুঁজে ফেরে কাকে যেন ;ফেলে আসা পথের ধুলোয় উঠে আসে যা কিছু ভালোলাগার মুহুর্ত।


বাকীটা বিবর্ণ ইতিহাস ;এক পশলা মুক্ত রোদ্দুরের জন‍্য হাপিত‍্যেশ।


ভিনদেশী ব‍্যাপারী সম্মুখ দরজায় হাঁক দিয়ে যায় অত‍্যন্ত দামে প্রত‍্যেকের বিবেক, কর্তব‍্য আর নিজস্ব স্বাধীন চেতনাকে কিনবে বলে।


অক্লান্ত তার পা ;দেশ থেকে দেশান্তর,রাজ‍্য থেকে রাজ‍্যন্তর,শহর থেকে গ্রাম,গ্রাম থেকে পাড়া,পাড়া পেরিয়ে এখন সে সোজা সবার উঠোনে এসে সুরেলা ডাক দিয়ে যায়।


পৃথিবীটা ঘুরছে তবুও সেই একইরকম ভাবে ;কবে পথচলা শুরু হয়েছিল তার সঠিক হিসেব বোধহয় কেও রাখে নি।


অদ্ভুত এক প্রানী ;যা কিনা মানুষেরই মতো মুখের আদল কিন্তু চষ্তুপদী; অন্তত আচার-ব‍্যবহার ঠিক জানোয়ারের মতো ;গলায় এক অদৃশ‍্য দড়ি ;আর তার গলার দড়িটা ব‍্যাপারির হাতে ;ব‍্যাপারি ক্রমশ এগিয়ে নিয়ে যায় সেই প্রাণীটিকে কষাই খানার দিকে।


বিশ্বাসই হলো সেই ব‍্যাপারির বেচাকেনার মুল মাধ‍্যম

তাই সহজেই এক মন থেকে অন‍্য মনে তার অবাধ বিচরণ।


সেই ব‍্যাপারির কক্ষপথে এবার আমার আমির সোজা উঠোন ;আর আমি অপেক্ষায় আছি হয়তো

নিজস্বতা বিক্রয়ের তরে ;অন্তত এটাই এখন স্বাভাবিক বলে মনে হয়।