Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনামঃ বৈচিত্র্যময় বাংলা  কলমে ঃ অনন্ত বিকাশ তারিখ ঃ ২৩/১২/২০২০ খ্রিঃ
আমি -এখানে বসেই বিরহের গান শুনবোপরন্ত বেলায় নীড়ে ফেরা গাঙচিলদের,রুপসীবাংলার প্রকৃতির অপরুপ উপলব্ধি করবো,বসে বসে পোকামাকড়দের সাথেইসংসার পাতবো,মাছ আমার সখা,জল আ…

 


শিরোনামঃ বৈচিত্র্যময় বাংলা 

 কলমে ঃ অনন্ত বিকাশ 

তারিখ ঃ ২৩/১২/২০২০ খ্রিঃ


আমি -এখানে বসেই বিরহের গান শুনবো

পরন্ত বেলায় নীড়ে ফেরা গাঙচিলদের,

রুপসীবাংলার প্রকৃতির অপরুপ উপলব্ধি 

করবো,বসে বসে পোকামাকড়দের সাথেই

সংসার পাতবো,মাছ আমার সখা,জল আমার

পরম আত্মীয়, কারো সাধ্য নেই আমাকে ফিরাবার।


পাতা কুড়ানিদের ভিরে মিশে যাবো অবলীলায়,

পৌষের শিশিরের ঘ্রানে -আপ্লূত হবো না কিছুতেই

রক্তকরবী,ডুমুরের আবেশে ভাবনায় মুগ্ধ হবো না,

কেবল এখান বসেই শুকনো পাতার মর্মর শব্দে

তৈয়রী হবে বিষন্ন সংগীত আর কবিতার পঙক্তি।


শীতের পরন্ত বেলায় যে রাখলটি তার সমস্ত দিনের

ক্লান্তি নিয়ে ফিরে ঘরে আমি তাঁর কাছে কৃতজ্ঞ,

যে কৃষক কৃষাণী ফসল ফলাতে সারাদিন ব্যস্ত,

আমি তাদের মাঠভরা ফসলের সু-ঘ্রানে বিমোহিত, কেননা আমাদের পিতামহ ছিলো আদিকৃষক।


অবিরত বয়ে চলে যে নদী আমি সেই কল্ কল্

শব্দে তটস্থ, চঞ্চলা দুরন্ত ষোড়শীর হাতের কাকন,

গাঁয়ের বঁধুর লাজুক চোখের প্রশন্ন মৌন হাসি,

আমি-বাংলার বৈচিত্র্যময় প্রকৃতির রুঢ় আহবান।