Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন#তারিখঃ ২২/১২/২০২০#বিভাগঃ কবিতা#শিরোনামঃ বৈধ ও অবৈধ✍️✍️✍️ কানন পটুয়া
ভালবেসে নিঃস্ব হতে চায় নির্লজ্জ ভালোবাসা,পাওয়ার পূর্ণতায় অজানা অতৃপ্তির আভাস।মরসুমি ভালবাসা লুকোচুরি রৌদ্রছায়ায়,যেন এই আছে এই নাই আবেগী…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন

#তারিখঃ ২২/১২/২০২০

#বিভাগঃ কবিতা

#শিরোনামঃ বৈধ ও অবৈধ

✍️✍️✍️ কানন পটুয়া


ভালবেসে নিঃস্ব হতে চায় নির্লজ্জ ভালোবাসা,

পাওয়ার পূর্ণতায় অজানা অতৃপ্তির আভাস।

মরসুমি ভালবাসা লুকোচুরি রৌদ্রছায়ায়,

যেন এই আছে এই নাই আবেগী প্রকাশ।

আব্দারী জোছনা নেমে হৃদয়ের পরতে পরতে,

সোহাগী চুমুকে খালি হয় মনের পেয়ালা।

উজানী স্রোতে ছিন্ন পাল মাঝি দিশাহারা,

নির্জন বালুকায় লুটোপুটি খায় ফেনিল স্বপ্ন।

আরো ভাল কোন বাসার খোঁজে ভবঘুরে ভালবাসা,

আঁধার পথে ছোবল মেরে যায় বিষাক্ত অতীত।

উদভ্রান্ত গতি ছুটে চলা দূর আলোক শিখার সমীপে।

দোলাচলে দোল খায় আমদানী খেলাঘর,

ধ্বংস স্তুপ থেকে বেরিয়ে আসে জীবনের গান।

সবুজের স্বপ্নে প্রহর কাটাতে চায় শুকনো শাখা।

নিঃশব্দে শিশিরেরা কাঁদে অপূর্ন ঘুমহীন ভোরে।

স্তিমিত আলোর রেখা পাঁজর ছুঁতে চায়।

মাসোহারায় বাঁচার আশ্বাসে বৈধ সম্পর্ক,

অজানা ফল্গুধারায় বয়ে যায় বেহায়া মন।

না পাওয়া টা অবৈধ ঘোষণা করা হিংসুটে মন,

বৈধ পোশাকি ছাঁচে নিজেকে সাজিয়ে তৃপ্ত হয়।

বৈধতা উষ্ণ হয় সামাজিকতার বিছানায়,

অবৈধ সিক্ত হয় ভেজা জানালার ঝাপটায়।