শীতের সময়
সিদ্ধার্থ রায় চৌধুরী
২৬শে নভেম্বর ২০২০
শীতের রাতে আজকাল ভালো ঘুম হয় না, বিরক্তকর লাগে সারাদিনটা। বয়স বাড়লে এমনি হয় বলে লোকে ।বেলাশেষে কি কিছু যায় আসে !ঘুমিয়ে থাকার অছিলায় বিছানায় মুখ গুঁজে শুয়ে জেগে থাকা । দিন রাত সব…
শীতের সময়
সিদ্ধার্থ রায় চৌধুরী
২৬শে নভেম্বর ২০২০
শীতের রাতে আজকাল ভালো ঘুম হয় না,
বিরক্তকর লাগে সারাদিনটা।
বয়স বাড়লে এমনি হয় বলে লোকে ।
বেলাশেষে কি কিছু যায় আসে !
ঘুমিয়ে থাকার অছিলায় বিছানায় মুখ গুঁজে শুয়ে জেগে থাকা ।
দিন রাত সব সমান, সময়ের ধারাপাতের হিসেবে করার কিছুই নেই ,
প্রহর গোনা ছাড়া কিছু আর করার থাকে না, কিছু না ।
জীবনকে ত্যাগ করতে পারিনা আবার মৃত্যুকে বলে কয়েও সরাতে পারি না !
কবিতার খাতা আলগোছে তুলে নিয়ে রাখতে পারি না কোথাও আপাতত ।
বয়স বাড়লেই শীতে বোধ কাজ করে না, খাতার পাতা খালি থাকে, কবিতা লেখা যায় না।