কবিতা স্বপ্নের ভেতর স্বপ্ন ***************আমার স্বপ্নের ভেতর উঁকি দেয় আরেক স্বপ্ন যেখানে আমার আমি এক হিম শীতল শব শববাহীদের দল বয়ে নিয়ে চলেছে আমার শব হয়তো কোনো এক চৈত্রের পাতা ঝরা বনে যেখানে কোনো এক মহাবৃক্ষের নিচে আমার শব রেখেছে …
কবিতা
স্বপ্নের ভেতর স্বপ্ন
***************
আমার স্বপ্নের ভেতর উঁকি দেয় আরেক স্বপ্ন
যেখানে আমার আমি এক হিম শীতল শব
শববাহীদের দল বয়ে নিয়ে চলেছে আমার শব
হয়তো কোনো এক চৈত্রের পাতা ঝরা বনে
যেখানে কোনো এক মহাবৃক্ষের নিচে
আমার শব রেখেছে ঝরা পাতায় ঢেকে
আমার দেহ ঝরা পাতার নিচে যাচ্ছে ডুবে
আমার আশা আকাঙ্খা কুশায়ায় যাচ্ছে মিলিয়ে
হয়তো কোনো এক নতুন জন্মে ۔۔۔۔۔
যেখানে স্বপ্নগুলো থাকবে নীল পরীদের মাঝখানে
জীবন হয়তো কোনো নতুন কাঙ্খিত জীবন পাবে
উঁকি দেবে না অন্য কোনো স্বপ্ন , স্বপ্নের মধ্যে !!
পরাগ ভট্টাচার্য
29.11.2020